Recent comments

ব্রেকিং নিউজ

কিশোর গ্যাংয়ের দুই সদস্য গ্রেফতার পটিয়ায় জনমনে স্বস্তি



সেলিম চৌধুরী,পটিয়া: -
চট্টগ্রামের  পটিয়া থানার পুলিশ অভিযান চালিয়ে মোটর সাইকেলসহ কিশোর গ্যাংয়ের ২ সদস্যকে ১৭ আগষ্ট   সোমবার রাতে গ্রেপ্তার করে। 
 গ্রেপ্তারকৃতরা হলেন, পটিয়া   পৌরসভার ৮নং ওয়ার্ড গোবিন্দারখীল এলাকার বদরুল আলমের পুত্র কাইয়ুম উদ্দিন (২২)  আবু তাহেরের  পুত্র জানে আলম (২২)।পটিয়া থানার ওসি মোঃ বোরহান উদ্দীনের নির্দেশে থানার   এস আই নাজমূল হাসান এর নেতৃত্বে একদল পুলিশ  সোমবার রাত ১২টার দিকে অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের এই  দুই সদস্যকে  গ্রেপ্তার করে।১৮ আগষ্ট   মঙ্গলবার গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করেন।
 পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, দীর্ঘদিন ধরে পটিয়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের অলিগতিতে এমনকি বাইপাস সড়কে একটি কিশোর গ্যাং প্রতিনিয়ত বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে। পটিয়া রেলস্টেশন, আমির ভান্ডার রেলগেইট, বাহুলী, বৈলতলীরোড, বাইপাস সড়ক, চন্দ সিনেমা এলাকা, শ্রীমাই ব্রিজ, খানমোহনা, মাতৃভান্ডার, মুন্সেফবাজার, ৮নং ওয়ার্ড গোবিন্দারখীল, ১ নম্বর ওয়ার্ড কাগজী পাড়ারসহ     বিভিন্ন ওয়ার্ডে ছোট বড় কিশোর গ্যাং গড়ে উঠে।
এদের নেতৃত্বে ইয়াবা ও জায়গা দখলের একাধিক অভিযোগও রয়েছে বলে বিভিন্ন সুএে    জানাগেছে।  পটিয়া থানার এস আই নাজমূল হাসান জানান , পৌরসভার গোবিন্দারখীল এলাকায় রাতে অভিযান চালিয়ে মোটরসাইকেলসহ কিশোর গ্যাং এর দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার তাদের আদালতে প্রেরণ করলে বিচারক জেল হাজতে প্রেরণ করেন।
উল্লেখ্য,পটিয়ায় ‘কিশোর গ্যাং লিডার’ মোহাম্মদ ফরিদুল ইসলাম আশিক ওরফে ডিএক্স আশিক (১৯) কে ১০ আগষ্ট রাতে গোপন সংবাদের ভিত্ততে আভিযান চালিয়ে গ্রফতার করেছে থানা পুলিশ। আশিকের নেতৃত্বে দীর্ঘদিন ধরে ডিএক্স গ্রুপের নামে একটি দলের সদস্যরা এলাকায় চুরি, ছিনতাই, মোবাইল ঝাপটাবাজি,   ডাকাতির মত ভয়ঙ্কর অপরাধে করে আসছিল ।
বাইপাস সড়কে কৌশলে ছিনতাই করে কিশোর গ্যাংয়ের সদস্যরা।  কিশোর গ্যাং লিডার আশিকের কাছ থেকে পুলিশ যে নাম্বারবিহীন মোটরসাইকেলটি জব্দ করেছে, এ রকম আরো তিন-চারটি বাইক আছে তাদের গ্রুপের ।
বাইপাস সড়কে তাদের ইশারায় বিভিন্ন ওয়ার্ড থেকে কিশোর গ্যাংয়ের সদস্যরা  ইয়াবা বিকিকিনি ছাড়াও সমাজের নানানভাবে অপরাধ কর্মকাণ্ডের জড়িত রয়েছে। এক সপ্তাহের মধ্যে কিশোর গ্যাং লিডার আশিক সহ তিনজনকে গ্রেফতার করার ফলে জনমনে স্বস্তি ফিরে এসেছে। 



No comments