পটিয়ায় ডিএনসির হাতে ইয়াবাসহ আটক ২
সেলিম চৌধুরী, পটিয়া:
পটিয়া ডিএনসির হাতে দুই হাজার পিস ইয়াবাসহ সহ ২জনকে গ্রেফতার করেছে মাদবদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (অ), জেলা কার্যালয়, চট্টগ্রাম খ-সার্কেল(পটিয়া) গোপন সংবাদের ভিত্তিতে উপপরিচালক হুমায়ুন কবির খন্দকার এর তত্ত্বাবধানে ও পরিদর্শক সাইফুল ইসলাম এর নেতৃত্বে অভিযানে একটি টিম
গ্রেফতার করে। ১৮ আগষ্ট মঙ্গলবার সকাক সাড়ে ৮ টার সময়ের দিকে। গ্রেফতারকৃতরা হলেন, মোঃ আব্দুল মান্নান (৪৫) সে চট্টগ্রামের পাহাড়তলী থানার উওর কাট্রলী আলী মুন্সির বাড়ির মৃত আব্দুল খালেক এর পুএ। আবদুল মান্নান এর কাছ ১৩শত পিস ইয়াবা এবং একইদিন
সকাল সাড়ে ৯ টার দিকে মোঃ ইব্রাহিম (২২), পিতাঃ আবুল হোসেন, মাতা- আনোয়ারা বেগম, সাং- নতুন পল্লন পাড়া, তিন রাস্তার মোড়(আবুল হোসেন মাঝির বাড়ি), ওয়ার্ড নং-০৪, টেকনাফ পৌরসভা, থানাঃ টেকনাফ, জেলাঃ কক্সবাজার কে ১০০০ পিস ইয়াবা সহ চট্টগ্রাম - কক্সবাজার মহাসড়কের পটিয়া থানাধীন যথাক্রমে মোজাফরাবাদ এন জে উচ্চ বিদ্যালয়ের পশ্চিম পার্শ্বে ঢাকা মেট্রো ব-১৫-৬৬১৫ এনা নামক যাত্রীবাহী বাস ও বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি গেইটের পশ্চিম পার্শ্বে ফুটপাতে উপর তল্লাশিপূর্বক ইয়াবাসহ আটক করেছে।
এ দুইজনের বিরুদ্ধে পটিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়ছে। সুএে জানাযায় এ দুইজন পেশাদার মাদক ও ইয়াবা ব্যাবসায়ি বলে বিষয়টি নিশ্চিত করেন দৈনিক জনতা টেকনাফ প্রতিনিধি আরিফুল ইসলাম।

No comments