Recent comments

ব্রেকিং নিউজ

পটিয়া জেলা মাদকদ্রব্য অধিদপ্তর অভিযানে ইয়াবাসহ ২জন রোহিঙ্গা আটক



সেলিম চৌধুরী, পটিয়া:  -পটিয়ায়      মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)জেলা কার্যালয়, চট্টগ্রাম খ-সার্কেল(পটিয়া) গোপন সংবাদের ভিত্তিতে উপপরিচালক হুমায়ুন কবির খন্দকার  এর তত্ত্বাবধানে ও পরিদর্শক মোঃ সাইফুল ইসলাম এর নেতৃত্বে অভিযানে একটি টিম ১৯৩০ (এক হাজার নয়শত ত্রিশ) পিস ইয়াবা সহ ০২ জনকে মিয়ানমার নাগরিককে রোহিঙ্গা   গ্রেফতার করেছে। ১৯ আগষ্ট  

 সকাল সকাল সাড়ে টার সময়ের দিকে  গোপন সংবাদে    মোঃ ফয়সাল(২২) কে আটক করে সে মৃত ইলিয়াস, মাতা-আনোয়ারা বেগম, সাং- কুতুপালং, ক্যাম্প-৩,ব্লক-WA-০৪, সাইড মাঝি-মোহাম্মদ উল্ল্যা, হেড মাঝি- মোক্তার, থানা- উখিয়া, জেলা- কক্সবাজার কে লোহাগড়া পদুয়া বাজারে ৯৫০ পিস ইয়াবা সহ গ্রেফতার করে।

 পরে  সকাল সাড়ে ১০ টার সময়    নুর কবির(২০)  পিং  মোঃ হোসেন, মাতা-হাসিনা বেগম, সাং- কুতুপালং, ক্যাম্প নং-০২, ব্লক-ডি-০৪, সাইড মাঝি- মোঃ আলম, থানাঃ উখিয়া, জেলাঃ কক্সবাজার কে ৯৮০ পিস ইয়াবা সহ লোহাগড়া থানাধীন চট্টগ্রাম - কক্সবাজার  মহাসড়কস্থ চুন্নতি ফরেস্ট রেন্জ অফিসের সামনে ঢাকা মেট্রো ব-১১-১২২১ মার্সা নামক যাত্রীবাহী বাসে তল্লাশিপূর্বক ইয়াবাসহ আটক করে। 

উভয় ইয়াবা কারবারিকে  লোহাগড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে   নিয়মিত মামলা রুজু   করা হয়ছে বলে জানান মাদকদ্রব্য অধিদপ্তর কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম। তিনি জানান মাদক মুক্ত সমাজ বিনির্মানে এবং যুবসমাজকে ধ্বংশের হাত থেকে রক্ষা করতে উর্ধতন কতৃপক্ষের নির্দেশে অভিযান  অব্যহত থাকবে বলে জানান।

No comments