কিংবদন্তি কন্ঠ শিল্পী কুমার বিশ্বজিৎ এর জন্মদিন আজ
৮০র দশক
থেকে গান শুরু করলেও কুমার বিশ্বজিৎ এখনকার সময়ের তরুণ শ্রোতাদের কাছেও সমান জনপ্রিয়। ১৯৬৩ সালের ১লা জুন চট্টগ্রাম
জেলায় অন্তর্গত সীতাকুন্ড
উপজেলায় জন্মগ্রহন করেন। সেখানেই তিনি
শৈশব কাল অতিবাহিত করেছেন।
চট্টগ্রামের সীতাকুন্ড থেকে
প্রাথমিক শিক্ষা
এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-এর অধীন চট্টগ্রাম
সিটি কলেজ থেকে স্নাতক সম্পন্ন করেন।
কুমার বিশ্বজিৎ সাধন রঞ্জন দে
ও শোভা রানী
দের একমাত্র সন্তান;
দুই বোনের আদরের
একমাত্র ভাই
তুলতুল।
সংগীতে তালিম
নিয়েছেন তেজেন
সেন, মৃণাল কান্তি
ভট্টাচার্য ও
প্রবাল চৌধুরীর কাছ থেকে। নামের মতোই তাঁর
সুরেলা কণ্ঠস্বর এবং
স্বকীয় গায়কীর কারণে
পুরো দেশকে সুরের
জাদুতে মুগ্ধ করে
চলেছেন কয়েক দশক
ধরে,সুনাম কুড়িয়েছেন দেশের বাইরেও।
তাঁর
গাওয়া জনপ্রিয় গানের
সংখ্যা গুনে শেষ
করা যাবে না।
কুমার বিশ্বজিৎ স্মৃতির আঁধার থেকে আলোতে
নিয়ে এসেছেন সেসব
গানের গল্প ও
কথা, যে কথা
এতদিন ছিল সকলের
অজানা।
গানের
প্রতি একান্ত ভালোলাগা আর টান থেকেই
পরবর্তীতে একজন পেশাদার গায়ক হয়ে ওঠেন তিনি।
২০০২
সালে মুক্তি প্রাপ্ত সিনেমা কাজী হায়াত পরিচালিত ইতিহাস
ছবিতে প্লে বেক হিসেবে গান করেছেন তখনই সমগ্র
দেশে ব্যাপক আলোড়োন সৃষ্টি করে।
গান গাওয়ার
পাশাপাশি বিভিন্ন সঙ্গীত প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন কুমার বিশ্বজিৎ। একাধারে তিনি গীতিকার, সুরকার, সঙ্গীত শিল্পী, সঙ্গীত পরিচালক সর্বশেষ তিনি একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।
বর্তমানে
কুমার বিশ্বজিৎ
তার সহধর্মিনী নাঈমা সুলতানা ও এক পুত্র সন্তানকে নিয়ে ঘর সংসার করছেন। শুভ জন্মদিনে
প্রিয় শিল্পীকে জানাই নিংরাঙানো ভালোবাসা আর শুভেচ্ছা।

No comments