জনপ্রিয় গায়ক ও নায়ক চঞ্চল চৌধুরীর জন্মদিন
বাংলাদেশের
বর্তমানে জনপ্রিয় একজন টেলিভিশন ও চলচ্চিত্র তারকা
হলেন চঞ্চল চৌধুরী।
১৯৭৪
সালের ১লা জুন, পাবনা জেলার কামারহাট গ্রামে জন্মগ্রহন করেন। পিতা রাধা গোবিন্দ চৌধুরী,মা নমিতা
চৌধুরীর ঘর আলো করে পৃথিবীতে আসেন সুচিন্ত চৌধুরীর চঞ্চল।
১৯৯০
সালে উদয়পুর হাই স্কুল থেকে এসএসসি, ১৯৯২ সালে রাজবাড়ী সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করেন।
তার বাবা-মার ইচ্ছা ছিল তাকে প্রকৌশলী বানানোর, কিন্তু তিনি তা হতে চাইলেন না পরে ১৯৯৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফাইন আর্স বিভাগে এসে
ভর্তি হলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৩য়
বর্ষে থাকাকালীন চঞ্চল আরন্যক নাট্যদলের সাথে যোগ দেন এবং সেখানে তিনি দশ বছর কাজে
সম্পৃক্ত ছিলেন এবং ২০০১ থেকে
২০০৬ সাল পর্যন্ত ইওডা নামক বেসরকারি বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে চাকরি করেন তিনি।
১৯৯৬
সালে তিনি মঞ্চাভিনয় শুরু করেন পরে ফরিদুর রহমান
পরিচালিত ‘গ্রাস’ নাটকে তিনি প্রথম নায়কের ভূমিকায় অভিনয় করেন এরপর ২০০৪ সালে অভিনেতা ফজলুর রহমান বাবুর হাত ধরে চলচ্চিত্রে পা রাখেন
চঞ্চল চৌধুরী পরে ২০০৯ সালে প্রখ্যাত পরিচালক গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত মনপুরা সুপার হিট চলচ্চিত্রের
মধ্য দিয়ে আত্মপ্রকাশ
ঘটে চঞ্চল চৌধুরীর
।
চলচ্চিত্রটি বাংলাদেশের প্রথম কমার্শিয়াল ছবি ছিল, যা ব্যাপকভাবে সারা
দেশে আকাশচুম্বির জনপ্রিয়তা অর্জন করে এবং বক্স অফিসে একরকম ঝড় তোলে এরপর
তাকে আর পেছনে ফিরে
দেখতে হয়নি। তার
একের পর এক নাটক দর্শকদের
মনে জায়গা করে নিয়েছেন।
সর্বশেষ
৩৪তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে
ফেরদৌসের
সাথে যৌথভাবে
শ্রেষ্ঠ
অভিনেতার
পুরস্কার
লাভ করেন। করেন।
বর্তমানে
তার সহধমিনী শান্তা চৌধুরী ও পুত্র সন্তান শুদ্দা কে নিয়ে ঘর সংসার করছেন।

No comments