এবার রুহিত সুমনের লাইভ আড্ডায় শাহতাজ, বৈশালী ও পায়েল
নিজস্ব প্রতিবেদক:
জমে উঠেছে রুহিত সুমনের উপস্থাপনায় ময়ূরপঙ্খী বিশেষ লাইভ আড্ডা “স্বমহিমায় ফিরে আসুক পৃথিবী” । গল্প, গান আর কবিতায়,কথা জমে উঠবে আড্ডায় এই প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠানটি পরিকল্পনা ও উপস্থাপনা করছেন যুব সংগঠক, উপস্থাপক ও ময়ূরপঙ্খী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রুহিত সুমন ।
বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৩০ মিনিটে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে : ফেসবুকে নিচের লিংক দুটোতে-
https://www.facebook.com/ruhitsumon2013
https://www.facebook.com/moyurpongkhi2014
ঈদের দিন শুরু হতে যাওয়া এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রিয় সংগীত শিল্পী ঐশী, ঝিলিক, রাফাত, চিত্রনায়ক শাকিল খান, অভিনেত্রী লারা লোটাস, ক্রিকেটার হান্নান সরকার ও ফুটবলার আলফাজ । এরই ধারাবাহিকতায় ৮ম পর্বে জনপ্রিয় অভিনেত্রী ও মডেল শাহতাজ, ৯ম পর্বে পশ্চিমবঙ্গ সরকারের বালি বিধানসভার মাননীয় বিধায়ক বৈশালি ডালমিয়া ও ১০ম পর্বে জনপ্রিয় উপস্থাপক ও মডেল ইশরাত পায়েল আমন্ত্রিত অতিথি হিসেবে নিজ বাসা থেকেই যোগ দিবেন বিশেষ এই অনুষ্ঠানে । লাইভ শোতে জানা যাবে অতিথিদের কোয়ারাইন্টাইন মুহূর্ত, কাজের ব্যস্ততা, প্রিয় বিষয়, দর্শকের প্রশ্নের উত্তর এবং অজানা কথা ।
রুহিত সুমন বলেন, আমন্ত্রিত অতিথিদের আড্ডায় মজার মজার অনেক বিষয় জানা যাচ্ছে পাশাপাশি সবাইকে সচেতন করতে দারুণভাবে উৎসাহ দিচ্ছেন তারা । বাকি পর্বগুলোতে থাকছে চমক ।অনুষ্ঠানটি ইতোমধ্যে সকলকে বিনোদিত করছে জেনে খুবই ভালো লাগছে ।
বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৩০ মিনিটে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে : ফেসবুকে নিচের লিংক দুটোতে-
https://www.facebook.com/ruhitsumon2013
https://www.facebook.com/moyurpongkhi2014
ঈদের দিন শুরু হতে যাওয়া এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রিয় সংগীত শিল্পী ঐশী, ঝিলিক, রাফাত, চিত্রনায়ক শাকিল খান, অভিনেত্রী লারা লোটাস, ক্রিকেটার হান্নান সরকার ও ফুটবলার আলফাজ । এরই ধারাবাহিকতায় ৮ম পর্বে জনপ্রিয় অভিনেত্রী ও মডেল শাহতাজ, ৯ম পর্বে পশ্চিমবঙ্গ সরকারের বালি বিধানসভার মাননীয় বিধায়ক বৈশালি ডালমিয়া ও ১০ম পর্বে জনপ্রিয় উপস্থাপক ও মডেল ইশরাত পায়েল আমন্ত্রিত অতিথি হিসেবে নিজ বাসা থেকেই যোগ দিবেন বিশেষ এই অনুষ্ঠানে । লাইভ শোতে জানা যাবে অতিথিদের কোয়ারাইন্টাইন মুহূর্ত, কাজের ব্যস্ততা, প্রিয় বিষয়, দর্শকের প্রশ্নের উত্তর এবং অজানা কথা ।
রুহিত সুমন বলেন, আমন্ত্রিত অতিথিদের আড্ডায় মজার মজার অনেক বিষয় জানা যাচ্ছে পাশাপাশি সবাইকে সচেতন করতে দারুণভাবে উৎসাহ দিচ্ছেন তারা । বাকি পর্বগুলোতে থাকছে চমক ।অনুষ্ঠানটি ইতোমধ্যে সকলকে বিনোদিত করছে জেনে খুবই ভালো লাগছে ।

No comments