রাউজানে দৃষ্টিনন্দন নবনির্মিত ইউনিয়ন পরিষদ উদ্বোধন করলেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম
লোকমান আনছারী রাউজান প্রতিনিধিঃ চট্টগ্রামের রাউজান উপজেলায় নোয়াজিষপুর ইউনিয়নে কোটি টাকা ব্যয়ে ঈসাখাঁ দিঘীর পাড়ে দৃষ্টিনন্দন নবনির্মিত ইউনিয়ন পরিষদ ভবন উদ্বোধন করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম। গত শনিবার (১৮ জানুয়ারি) সকাল ১১টায় তিনি প্রথমে নোয়াজিষপুর নতুন হাট বাজারে প্রায় ছয় কোটি টাকা ব্যয়ে আধুনিক মার্কেট নির্মাণের ভিত্তি প্রস্তর উদ্বোধন করে নোয়াজিষপুরে নবনির্মিত ইউনিয়ন পরিষদ ভবন উদ্বোধন করেন।সেখান থেকে তিনি অদুদিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত শুভ উদ্বোধন মিলনমেলা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে যোগ দেন। প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, অনুষ্টানে আসার পথে রাউজানের সৌন্দর্য দেখে আমি মুগ্ধ হয়েছি। দেশকে মাননীয় প্রধানমন্ত্রী ঠিক যেভাবে দেখতে চান তারই বাস্তব চিত্র দৃশ্যমান রাউজানে। এজন্য রাউজানের সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরীকে আমি ধন্যবাদ জানাই। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম আরো বলেন , নিজের স্বার্থ চারিতার্থের জন্য রাজনীতি করলে দেশের উন্নয়ন হয় না। রাজনীতি করতে হবে জনগণের জন্য, দেশের ভাগ্য উন্নয়নের জন্য। জাতির জনকের লালিত স্বপ্ন বাস্তবায়নের জন্য রাজনীতি করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্ব ও জাতির জনকের আদর্শ ব্যতীত রাজনীতিবিদ হওয়া সম্বব নয়। মন্ত্রী আজ চট্টগ্রাম রাউজান উপজেলার নোয়াজিষপুর ইউনিয়ন পরিষদ ভবনের উদ্বোধন শেষে অদুদিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে আলোচনা সভায় এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় চেয়ারম্যান এম সরোয়ার্দী সিকদার। প্রধান বক্তা ছিলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাউজানের সাংসদ এবি এম ফজলে করিম চৌধুরী এমপি। আওয়ামীলীগ নেতা মোসলেম উদ্দিন ও মোহাম্মাদ মোক্তার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে প্রধান প্রকৌশলী সুশংকর চন্দ্র আচার্য্য,স্থানীয় সরকার বিভাগের উপরিচালক ইয়াছমিন পারভিন,উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল,নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ,বিশিষ্ট ব্যাংকার জাহাঙ্গীর আলম খাঁন,মোহাম্মাদ হোসাইন,উরকিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আবদুল জব্বার সোহেল সহ উপজেলার বিভিন্ন আওয়ামীলীগ যুবলীগ ও ছাত্রলীগের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

No comments