বান্দরবানে দেশীয় মদসহ আটক ১
তপন চক্রবর্তী বান্দরবান জেলা প্রতিনিধিঃ
বিয়ে বাড়িতে মদ খেয়ে আনন্দ করার উদ্দেশ্যে মদ নিতে এসে ৬ লিটার দেশীয় চোলাই মদ সহ এক ব্যাক্তিকে আটক করছে বান্দরবান সদর থানা পুলিশ। আটককৃত ব্যাক্তির নামঃ সুবল দাশ (২৫), পিতাঃ নিরব দাশ সে চট্টগ্রামের সাতকানিয়া থানাধীন ধর্মপুর উপির ৯নং ওয়ার্ডের বাসিন্ধা। সুত্রে জানায়ায় আত্বীয়ের বিয়েতে সাময়িক আনন্দ করার উদ্দেশ্যে বন্ধু বান্ধবের আবদার রক্ষার্থে বান্দরবানে মদ নিতে এসেছিলেন সুবল দাশ।বান্দরবান সদরস্থ বড় ক্যাং মোড় এলাকা হতে মদ নিয়ে রিক্সা যোগে বাসষ্টেশন অভিমুখী যাওয়ার পথে বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকা হতে রবিবার (১৯ জানুয়ারী ) সন্ধ্যা ৭ টায় বান্দরবান সদর থানা পুলিশ উপ পরিদর্শক মোঃ মজিবুর রহমানের নেতৃত্বে ৬ লিটার দেশীয় চোলাই মদ সহ আটক করে বান্দরবান সদর থানা পুলিশ। বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আঃ জলিল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান ৬ লিটার দেশীয় চোলাই মদ সুবল দাশ (২৫) নামে এক যুবক’কে আটক করা হয়েছে। সে বর্তমানে থানা হেফাজতে রয়েছে। আইনানুক ব্যাবস্থা গ্রহন শেষে মহামান্য আদালতে সোপর্দ করা হবে।

No comments