নড়াইলে ১২ দিনব্যাপী সুলতান মেলা শুরু আজ
নড়াইলে আজ (বৃহস্পতিবার) থেকে শুরু হচ্ছে ১২ দিনব্যাপী সুলতান মেলা।
বিকেল ৩টায় সুলতান মঞ্চে মেলার উদ্বোধন করবেন খুলনা বিভাগীয় কমিশনার ড. মু.
আনোয়ার হোসেন হাওলাদার।
বুধবার (১৫ জানুয়ারি) এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে মেলা সম্পর্কে বিভিন্ন তথ্য প্রদান করেন অতিরিক্ত জেলা প্রশাসক কাজী মাহবুবুর রশীদ এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়ারুল ইসলাম।
উল্লেখ্য, বরেণ্য শিল্পী এস এম সুলতান ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইলের মাছিমদিয়ায় জন্মগ্রহণ করেন। ১৯৯৪ সালের ১০ অক্টোবর যশোর সম্মিলিত হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
বুধবার (১৫ জানুয়ারি) এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে মেলা সম্পর্কে বিভিন্ন তথ্য প্রদান করেন অতিরিক্ত জেলা প্রশাসক কাজী মাহবুবুর রশীদ এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়ারুল ইসলাম।
উল্লেখ্য, বরেণ্য শিল্পী এস এম সুলতান ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইলের মাছিমদিয়ায় জন্মগ্রহণ করেন। ১৯৯৪ সালের ১০ অক্টোবর যশোর সম্মিলিত হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
No comments