Recent comments

ব্রেকিং নিউজ

বাংলা কবিতা জননীর দীর্ঘশ্বাস-মারিয়া আজাদ


জননীর দীর্ঘশ্বাস

ভূখণ্ড থেকে দেশ হবার মাঝামাঝি একটা একাত্তরের মহাসমুদ্র পাড়ি দিয়েছি। মুজিবিয় আত্মবিশ্বাসে একটা স্বাধীনতা আঁকব বলে পৌরাণিক সকল ইতাহাস ছুঁয়েছি রক্তচোখে। মানচিত্রের উন্নাসিক বুকে পা'রেখে স্বগৌরবে দাড়িয়েছি মাথা উঁচু করে। স্বর্ণাক্ষরে একটা ইতিহাস আবার লিখল আমারই সন্তানেরা। কিন্তু কি আশ্চর্য! একি দেখছি আমি! নাহ্,যান্ত্রিক কোনও গোলযোগ হবে হয়তো হয়তো সেটাই হবে, তা না হলে সোনার রং এমন কালচে পোড়া দেখাবে কেনো?
লেখিকা: মারিয়া আজাদ

No comments