Recent comments

ব্রেকিং নিউজ

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ব্যবসায়ী নেতার

চট্টগ্রাম নগরের পুরাতন চান্দগাঁও থানা এলাকায় ট্রাকের ধাক্কায় তামাকমুণ্ডি লেইন বণিক সমিতির উপদেষ্টা মো. লোকমান হোসেন (৬০) নিহত হয়েছেন।
শনিবার (১৭ আগস্ট) দুপুরে আরাকান সড়কে চান্দগাঁওয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. লোকমান হোসেন পেশায় পোশাক ব্যবসায়ী এবং নগরের তামাকমুণ্ডি লেইন বণিক সমিতির উপদেষ্টা। তার বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায়।
পুরাতন চান্দগাঁও থানার সামনে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন ব্যবসায়ী লোকমান। এ সময় বেপরোয়া গতির একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। তিনি রাস্তা থেকে ছিটকে পড়েন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

No comments