ফাল্গুনী ফাগুনে যবে
জন্মান্ধ দু'চোখ আজ আকাশ চিনেছে। বাহারী যে রংধনু চরণ ভেজাতে নতজানু পদতলে, আঙুলে গুনেছে তার সব ক'টা রঙ। মেয়েটি আজ নারী হয়েছে - পাতাঝরা হেমন্তীর শরীরে হঠাৎ ফাগুনরোদ্রের আগমনে। হে পৃথিবী- আজ বৈরাগ্য ছাড়ো দ্যাখো প্রকৃতির বুক জুড়ে আজ নবান্নের গন্ধ। তারই যৌবনে নাক ডুবিয়ে স্নায়ুকোষ ভরো সমস্ত উন্মাদনায়। থামিয়ে দিয়ে সময়ে চিরাচরিত গতি তুমিও প্রেমিক হও, হও প্রেমান্ধ-স্বার্থপর, গড় ইতিহাস! প্রতারক সময় হতবাক চাহনিতে দেখুক- ভালোবাসার চেয়ে বড় শক্তিধর, পৃথিবীতে আর কেউ নেই, কিছু নেই।
লেখিকা: মারিয়া আজাদ

No comments