Recent comments

ব্রেকিং নিউজ

রসালো ছন্দের যাদুকর হানিফ সংকেত

 


রসালো ছন্দের যাদুকর হানিফ সংকেত | Ityadi - ইত্যাদি | Hanif Sanket | nca24bd বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় উপস্থাপক প্রয়াত ফজলে লোহানীর সঞ্চালিত, যদি কিছু মনে না করেন ম্যাগাজিন অনুষ্ঠানের মাধ্যমে অভিষেখ হয়, রসালো ছন্দের যাদুকর হানিফ সংকেত এর। জানা যায়, হানিফ ছোটবেলা থেকে অধিকাংশ প্রাণীর সংকেত হুবহু নকল করে ডাকতে পারত,এটিই ছিল তার সৃষ্টিশীলতা। তিনি নানার রকম পশুপাখিদের সংকেত ও কৌতুক অভিনয়ের মাধ্যমে নিজ গ্রামের সকলকে আনন্দে মাতিয়ে তুলতেন। তিনি ১৯৫৮ সালে ২৩ শে অক্টোবর বরিশাল সদরের রায়পাশা কড়াপুর ইউনিয়নের বসুরহাটে জন্মগ্রহণ করেন। বাবা আব্দুল হাকিম হাওলাদার পেশায় একজন পুলিশ বিভাগের কর্মকর্তা।ছিলেন। তারা মোট ছয় ভাইবোন ছিলেন। তিনি সানজিদা হানিফের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বর্তমানে তাদের দুটি সন্তানও রয়েছে।। ১৯৮৯ সালে হানিফ সংকেতের রচনা, উপস্থাপনা ও পরিচালনায় নির্মিত হয়, ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি। এই অনুষ্ঠানটি ১৯৯৪ সালের ২৫ নভেম্বর থেকে প্যাকেজ অনুষ্ঠান হিসেবে যাত্রা শুরু করে । এটাই ছিল বেসরকারিভাবে নির্মিত প্রথম প্যাকেজ অনুষ্ঠান। হানিফ সংকেত কেবল হাস্যরসকে তুলে ধরেন না, সামাজিক অসঙ্গতি, দুর্নীতিবিরোধী বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। ব্রিটিশ ব্রডকাস্টিং বিবিসির এক প্রতিবেদনে দেখা যায়। বর্তমান স্যাটেলাইট চ্যানেলের যুগে এসেও ইত্যাদি এখনও দেশের জনপ্রিয় টিভি অনুষ্ঠান। যেখানে ৭৫ শতাংশ দর্শক এ অনুষ্ঠান দেখে থাকেন। শ্রদ্ধেয় রাজধানী, নিয়মিত অনিয়ম, কষ্টসহ অনেকগুলো বই লিখেছেন। হানিফ সংকেত পরিচালিত আলোচিত নাটকগুলো হলো- শেষে এসে অবশেষে, অন্তে বসন্ত, শূন্যস্থান পূর্ণ ও কুসুম কুসুম ভালোবাসাসহ অনেকগুলো নাটক উপহার দিয়েছেন। এ জে মিন্টু পরিচালিত ‘প্রথম প্রেম’ সিনেমায় ‘তু তু তু তু তু তা রা মর্জিনার বাপ মার্কামারা’ জনপ্রিয় গানে কণ্ঠ দিয়েছেন তিনি । প্রায় দুই দশক ধরে জনপ্রিয়তা ধরে রেখেছে এই গানটি। ১৯৮৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘আগমন’ ছবিতে প্রথমবার খলনায়কের ভূমিকায় অভিনয় করেন। তার একটি কমন ডায়ালগ ছিল, ‘ঘটনা যেন প্যাঁচ না খায়।’ ‘চাঁপা ডাঙ্গার বউ’ ছবিতে হানিফ সংকেত বাপ্পারাজের গ্রাম্য শত্রু হয়ে দুর্দান্ত অভিনয় করেন। ‘ঢাকা-৮৬’ ছবিতেও বাপ্পারাজের বন্ধু ও সহপাঠী চরিত্রে ‘পাগল হতে আর দেরি নাই’ শিরোনামের একটা গানে তাকে দেখা যায়। ইত্যাদির বিদেশি ছবির বাংলা ডাবিং করতেন হানিফ সংকেত। বাংলা ফানি ডাবিংগুলো তারই করা। বিভিন্ন দেশ ঘুরে দর্শকদের পরিচিতি দিতেন; বিভিন্ন আন্তর্জাতিক তারকাদের সাক্ষাৎকার নিতেন। যেমন- ২০০৪ সালে শাহরুখ খানের সাক্ষাৎকার নিয়েছেন। বিদেশি পর্যটকদের বাংলা ভাষায় পারফর্ম করাতেন। এছাড়াও ২০০০ সালে জনপ্রিয় শিল্পী মমতাজেরও অভিষেক হয় ‘ইত্যাদি’র মাধ্যমে। ১৯৭৫ সালে কাজের স্বীকৃতিস্বরূপ আবুল হাসান স্মৃতি পুরস্কার , ১৯৮২ সালে অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার , ১৯৮৭ সালে বাংলা একাডেমি পুরস্কার , ২০০১ সালে অশ্বিনীকুমার স্বর্ণপদক , জীবনানন্দ দাশ পদক, অতীশ দীপঙ্কর স্বর্ণপদকসহ বহু পদকে ভূষিত হয়েছেন। এছাড়া সামাজিক কার্যক্রমের জন্য ২০১০ সালে একুশে পদক , পরিবেশ শিক্ষা ও প্রচারের জন্য তাকে ২০১৪ সালে জাতীয় পরিবেশ পদক দেওয়া হয়। তিনি একাধারে পরিচালক, উপস্থাপক, সাংবাদিক ,লেখক ও প্রযোজক হিসেবে দায়িত্ব পালন করে করছেন। জন্মদিনে প্রিয় হানিফ সংকেত এর প্রতি রইল বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসা ।

No comments