Recent comments

ব্রেকিং নিউজ

বান্দরবানে জেলা বিএনপি'র বিক্ষোভ সমাবেশ



তপন চক্রবর্তী বান্দরবান জেলা প্রতিনিধি: বান্দরবান জেলা বিএনপি এর উদ্যোগে গত ২৬ শে মার্চ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর দিনে বায়তুল মোকাররমে গুলি করে মানুষ হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার ( ৩০ মার্চ ) বেলা ৩ টায় বান্দরবান সদরস্থ ২নং বাজার গলিতে বান্দরবান জেলা বিএনপির সভাপতি জনাব মিসেস ম্যামাচিং মারমা এর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন লুসাই মং মারমা সহ-সভাপতি জেলা বিএনপি বান্দরবান, মোহাম্মদ জাবেদ রেজা সাধারণ সম্পাদক জেলা বিএনপি বান্দরবান, মোঃ জসীম উদ্দিন তুষার সাংগঠনিক সম্পাদক জেলা বিএনপি বান্দরবান , মোঃ নুরুল ইসলাম সভাপতি পৌর বিএনপি বান্দরবান জেলা, মোরশেদ বিন ওমর, সহ-সভাপতি ছাত্রদল ও বান্দরবান জেলা শাখার বিভিন্ন নেতা-কর্মীরা। সমাবেশে বক্তারা বলেন, রমজানকে সামনে রেখে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে। এই সরকার সাধারণ মানুষের কথা চিন্তা করে না। মানুষের মৌলিক চাহিদা পূরণে সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে। এই সরকারের পদত্যাগ করতে হবে জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের ন্যার্য্য দাবি সরকার ভারত থেকে আদায় করতে পারছে না। সীমান্তে গুলি করে হত্যার কোনো বিচার হয় নিই। তাই সরকারের পদত্যাগ করতে হবে। অতীতের স্বৈরাচার সরকারগুলোর মতো পরিণতি হবে বলেও হুঁশিয়ারি করেন জেলা বিএনপির সভাপতি ম্যামাচিং।

No comments