শাকিব খানের জন্মদিন আজ
শাকিব খান
১৯৯৯ সালে সবাইতো সুখী হতে চায় চলচ্চিত্রে,
মাধ্যমে তিনি প্রথম ক্যামেরার সামনে দাঁড়িয়ে ছিলেন। শাকিব খান অভিনীত মুক্তিপ্রাপ্ত
প্রথম চলচ্চিত্র সোহানুর রহমান সোহান পরিচালিত অনন্ত ভালবাসা, যা ১৯৯৯ সালের ২৮ মে মুক্তি
পায়। চলচ্চিত্রটিতে তার বিপরীতে অভিনয় করেন আরেক অভিনয়শিল্পী মৌসুমীর ছোটবোন ইরিন
জামান, এবং এটি দু'জনেরই অভিষেক চলচ্চিত্র হিসাবে স্মরণীয় হয়ে আছে। অভিনয় জীবনের
দ্বিতীয় বছরেই তিনি সে সময়ের শীর্ষ অভিনেত্রী শাবনূরের বিপরীতে ইস্পাহানী-আরিফ
জাহান পরিচালিত গোলাম
চলচ্চিত্রে অভিনয় করে আলোচিত হন। এরপর একে একে বীর,নবাব,আগুন ও পাসওয়ার্ডসহ অসংখ্য
সিনেমা উপহার দিতে থাকেন শাকিব খান।
এজে রানা পরিচালিত আজকের দাপট চলচ্চিত্রে পূর্ণিমার বিপরীতে,
আবু সাঈদ খান পরিচালিত দুজন দুজনার চলচ্চিত্রে পপির বিপরীতে,
এবং দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত বিষে
ভরা নাগিন চলচ্চিত্রে মুনমুনের বিপরীতে প্রথম অভিনয় করেন।
১৯৭৯ সালের ২৮ মার্চ গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার রাঘদীতে মাতা
নুরজাহানের ঘর আলো করে পৃথিবীতে আসেন মাসুদ রানা সাকিব খান। তার আদি নিবাস গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলায়। তার বাবা আব্দুর রব পেশায় ছিলেন একজন সরকারি কর্মকর্তা। বাবার
চাকরির সুবাদে তার শৈশব কৈশোর থেকে বেড়ে ওঠা নারায়ণগঞ্জ জেলায়।
শাকিব খান ২০১১-২০১৫ সালে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী
সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে
জয়লাভ করে সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি
প্রথম বিজ্ঞাপনে অভিনয় করেন এশিয়ান ডুপ্লেক্স সিটি নামের একটি বিজ্ঞাপনচিত্রে। এরপর
২০১৩ ও ২০১৮ সালে বেশ কয়েকটি বিজ্ঞাপনচিত্রে
অভিনয় করেন।তিনি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও প্রভাবশালী অভিনেতাদের অন্যতম। তাকে
প্রায়শই সুপারস্টার, কিং খান ও ঢালিউড কিং হিসাবে সম্বোধন করা হয়।
২০১৯ সালে ভারতীয়
গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার ক্রোড়পত্র কলকাতা টাইমস এর
‘কলকাতা টাইমস মোস্ট ডিজায়ারেবল ম্যান’ জরিপে সেরা ২০জন তারকার তালিকায়
প্রথমবারের মতো কোনো বাংলাদেশী হিসাবে স্থান করে নেন তিনি।
শাকিব খান ২০০৮ সালে ১৮
এপ্রিল তার গুলশানের বাড়িতে তার সর্বাধিক চলচ্চিত্রের সহশিল্পী অপু
বিশ্বাসকে বিয়ে করেন। বিয়ের বিষয়টি গণমাধ্যমে গোপন রাখা হয়। পরে
২০১৭ সালে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সাক্ষাৎকারে বিয়ে কথা ফাঁস করে অভিনেত্রী অপু বিশ্বাস। এর
পর ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর তাদের একটি ছেলে সন্তানের জন্ম হয়। যার নাম রাখা হয়
আব্রাম খান জয়।
সবশেষ ২০০৮ সালের ১৬ এপ্রিল একটি জাতীয় দৈনিকে সাকিব খানের দেয়া
সাক্ষাৎকারে ক্ষুব্ধ হয়ে উঠে বাংলাদেশ
চলচ্চিত্র পরিচালক সমিতি এবং চলচ্চিত্রাঙ্গন। এরপর তাকে বেশ তোপের মুখে পড়তে
হয়। ২০১৭ সালের ২৯ এপ্রিল বাংলাদেশ
চলচ্চিত্র পরিচালক সমিতিসহ ১২টি চলচ্চিত্র সংগঠন
যৌথভাবে সাকিব খানকে বাংলাদেশী চলচ্চিত্র থেকে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা
জারি করে।
আজকের ঢাকাই সিনেমার তুমুল জনপ্রিয় নায়ক শাকিব খানের জন্মদিনে জানাই নিংরাঙানো শুভেচ্ছা আর ভালোবাসা।

No comments