চট্টগ্রাম দক্ষিণ জেলা বঙ্গবন্ধু মানব কল্যাণ পরিষদের নতুন কমিটি গঠন
সাতকানিয়া প্রতিনিধি :
বঙ্গবন্ধু মানব কল্যাণ পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
আনাস মাহমুদ সাইমুন কে সভাপতি ও সাজ্জাদ হোসেন পারভেজ কে সাধারন সম্পাদক করে এগারো জন বিশিষ্ট এই কমিটি অনুমোদন দেওয়া হয়।
গত বুধবার ৯ সেপ্টেম্বর ২০২০ সকাল দশটাই বঙ্গবন্ধু মানব কল্যাণ পরিষদের ঢাকা প্রধান কার্যলয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটি অনুমোদন দেন বঙ্গবন্ধু মানব কল্যাণ পরিষদের চেয়ারম্যান নারগিস আক্তার নিলা ও সাধারণ সম্পাদক আলহাজ মকবুল আহমেদ।
নারগিস আক্তার নিলা বলেন কালরাতে ঘাতকদের হাতে নির্মমভাবে নিহত হয়েছিলেন বাঙালীর স্বপ্নদ্রষ্টা, সর্বকালের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই সাথে নিহত হয়েছিলেন তার কনিষ্ঠ শিশু পুত্র রাসেল ও পরিবারের সকল সদস্য। সেদিন ভাগ্যক্রমে বেঁচে যান জাতির জনকের দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহেনা।
তিনি আরো বলেনস্বাধীনতা বিরোধী অপশক্তি বাঙালী জাতির হৃদয় থেকে মুছে ফেলতে চেয়েছিল বঙ্গবন্ধুর নাম। তবে ইতিহাস বিকৃতির মাধ্যমে বা জোর করে কারো নাম বা অবদানকে মুছে ফেলা যায় না। সংগঠনের সবাইকে মিলেমিশে কাজ করার আহবান জানান।
এই সময় বঙ্গবন্ধু মানব কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ও চট্টগ্রাম দক্ষিণ জেলা নতুন কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।


No comments