আলহাজ্ব মাওলানা কাযী মুহাম্মদ নুরুল ইসলাম হাশেমীর মৃত্যুতে এনসিএ২৪বিডি পরিবার পক্ষ থেকে গভীর শোক
আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা কাজী মুহাম্মদ নুরুল ইসলাম হাশেমী (৯২) আর নেই।
মঙ্গলবার ভোরে নগরীর আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
হাশেমী হৃদরোগ, নিউমোনিয়া, ডায়াবেটিস ও কিডনিজনিত সমস্যা নিয়ে ৩০ মে থেকে হাসপাতালে ছিলেন।
তার ব্যক্তিগত চিকিৎসক ডা. মো মনির আজাদ বলেন, সেখানে গতকাল সকালে উনার অবস্থার কিছুটা উন্নতি হয়েছিল। দুপুরে উনার মাইল্ড স্ট্রোক হয়। এরপর অবস্থার অবনতি হতে থাকে। ভোরে তিনি মারা যান।
ডা. মনির জানান, করোনাভাইরাস শনাক্তে পরীক্ষার জন্য হাশেমীর নমুনা সংগ্রহ করা হয়েছে। তবে তার জ্বর বা কাশি ছিল না।
আজ রাত ৯টায় জালালাবাদ দরবায়ে হাশেমীয়া আলিয়াতে তার জানাজা অনুষ্ঠিত হবে নুরুল ইসলাম হাশেমীর ছেলে ফোরকান হাশেমী।
আহলে সুন্নাত ওয়াল জমাআতের চেয়ারম্যান নুরুল ইসলাম হাশেমী ১৯২৮ সালে নগরীর বায়েজিদ থানার জালালাবাদ বটতল এলাকায় জন্মগ্রহণ করেন।
বটতল আহসানুল উলুম জামেয়া গাউসিয়া কামিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা নুরুল ইসলাম হাশেমী চট্টগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা এবং পাঁচলাইশ ওয়াজেদিয়া আলিয়া মাদ্রাসার সাবেক শায়খুল হাদীস ছিলেন।
তিনি চট্টগ্রামের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিলেন এবং বেশ কয়েকটি ধর্মীয় গ্রন্থেরও রচয়িতা।
তার মৃত্যুতে নগর আওয়ামী লীগ সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, সাংসদ ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী, বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমান, মীর মোহাম্মদ নাছির উদ্দিন, সাবেক মেয়র মনজুর আলম, সাবেক সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম শোক জানিয়েছেন।
মঙ্গলবার ভোরে নগরীর আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
হাশেমী হৃদরোগ, নিউমোনিয়া, ডায়াবেটিস ও কিডনিজনিত সমস্যা নিয়ে ৩০ মে থেকে হাসপাতালে ছিলেন।
তার ব্যক্তিগত চিকিৎসক ডা. মো মনির আজাদ বলেন, সেখানে গতকাল সকালে উনার অবস্থার কিছুটা উন্নতি হয়েছিল। দুপুরে উনার মাইল্ড স্ট্রোক হয়। এরপর অবস্থার অবনতি হতে থাকে। ভোরে তিনি মারা যান।
ডা. মনির জানান, করোনাভাইরাস শনাক্তে পরীক্ষার জন্য হাশেমীর নমুনা সংগ্রহ করা হয়েছে। তবে তার জ্বর বা কাশি ছিল না।
আজ রাত ৯টায় জালালাবাদ দরবায়ে হাশেমীয়া আলিয়াতে তার জানাজা অনুষ্ঠিত হবে নুরুল ইসলাম হাশেমীর ছেলে ফোরকান হাশেমী।
আহলে সুন্নাত ওয়াল জমাআতের চেয়ারম্যান নুরুল ইসলাম হাশেমী ১৯২৮ সালে নগরীর বায়েজিদ থানার জালালাবাদ বটতল এলাকায় জন্মগ্রহণ করেন।
বটতল আহসানুল উলুম জামেয়া গাউসিয়া কামিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা নুরুল ইসলাম হাশেমী চট্টগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা এবং পাঁচলাইশ ওয়াজেদিয়া আলিয়া মাদ্রাসার সাবেক শায়খুল হাদীস ছিলেন।
তিনি চট্টগ্রামের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিলেন এবং বেশ কয়েকটি ধর্মীয় গ্রন্থেরও রচয়িতা।
তার মৃত্যুতে নগর আওয়ামী লীগ সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, সাংসদ ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী, বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমান, মীর মোহাম্মদ নাছির উদ্দিন, সাবেক মেয়র মনজুর আলম, সাবেক সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম শোক জানিয়েছেন।

No comments