Recent comments

ব্রেকিং নিউজ

ইমামে আহলে সুন্নতের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আহলা দরবার শরীফের শাহজাদা সৈয়দ আবরার ইবনে সেহাব আল-ক্বাদেরী

ইমামে আহলে সুন্নতের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আহলা দরবার শরীফের শাহজাদা সৈয়দ আবরার ইবনে সেহাব আল-ক্বাদেরী, আল-চিশতী (মা.জি.আ) 

উপ-মহাদেশের শীর্ষ স্থানীয় আলেমে দ্বীন,ইমামে আহলে সুন্নত,বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার অন্যতম প্রতিষ্ঠাতা,ওস্তাজুল ওলামা,শায়খুল হাদীস আল্লামা কাযী মুহাম্মদ নূরুল ইসলাম হাশেমী সাহেব হুজুর ইন্তেকাল করেছেন।

 انا لله و إنا إليه راجعون সূন্নীয়তের এই সিপাহশালার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন এদেশের আধ্যাত্মিক জ্ঞান চর্চার অনন্য লীলাভূমি আহলা দরবার শরীফের আধ্যাত্মিক সাধক,মোনাজেরে আহলে সুন্নত হযরতুল আল্লামা শাহসূফী সৈয়দ আবু জাফর মোহাম্মদ সেহাবউদ্দীন খালেদ আল-ক্বাদেরী,আল-চিশতী (রহঃ)’র সাহেবজাদা আহলা দরবার শরীফের সাজ্জাদানশীন শাহসূফী সৈয়দ আবরার ইবনে সেহাব আল-ক্বাদেরী,আল-চিশতী (মা,জ্বি,আ)। 


 শোকবার্তা’য় তিনি বলেন, ১৯৮০ সালের ২১ জানুয়ারি চট্টগ্রাম নগরীর দেবপাহাড় আহলা দরবার শরীফের খানকাহ শরীফ (খানকাহ-ক্বাদেরীয়া চিশতীয়া নূরীয়া) থেকে সূন্নীয়তের যেই একক এবং অরাজনৈতিক ছাত্রসংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা জন্মলাভ করেছিলো সেই সংগঠন প্রতিষ্ঠায় হুজুর আল্লামা নূরুল ইসলাম হাশেমী সাহেব অনন্য অবদান রেখেছিলেন। উনার মৃত্যুতে আহলে সুন্নত ওয়াল জামায়াত’র অপূরণীয় ক্ষতি হলো।

 হুজুরের ইন্তেকালে শোক প্রকাশ করেছেন আহলা দরবার শরীফের ত্বরীকত ভিত্তিক আধ্যাত্মিক সংগঠন আঞ্জুমানে আসাদীয়া নূরীয়া সেহাবীয়া,কেন্দ্রীয় কার্য-নির্বাহী সংসদের সভাপতি আলহাজ্ব এ,এইচ,এম নিযামুদ্দীন (রাজু),সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান, সহ-সাধারন সম্পাদক,বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার প্রতিষ্ঠাকালীন সদস্য নিজাম উদ্দিন মাহমুদ সাহেব সহ দেশ-বিদেশের আঞ্জুমানের সকল শাখা কমিটির কর্মকর্তা এবং সদস্যগণ। শোকার্তেঃ আঞ্জুমানে আসাদীয়া নূরীয়া সেহাবীয়া কেন্দ্রীয় কার্য-নির্বাহী সংসদ। আহলা দরবার শরীফ,বোয়ালখালী,চট্টগ্রাম।

No comments