আবুধাবিতে কোভিড১৯ আক্রান্ত হয়ে রাউজান প্রাবাসী দিদার মৃত্যু।
লোকমান আনছারি,রাউজান প্রতিনিধি:
মধ্যপ্রাচ্যের দেশ আবুধাবি প্রবাসী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রাউজানের প্রবাসী দিদারুল আলম(৪৫) নামের এক প্রবাসীর মৃত্যু হয়েছে। সে ১০ নং পূর্ব গুজরা ইউনিয়নের উত্তর গুজরা গ্রামের আয়শা বিবির বাড়ির মনছব আলী এর ১ম পুত্র ।
প্রবাসী মোঃ দিদারুল আলম দীর্ঘদিন যাবত ডায়বেটিস রোগে ভুগছিলেন। করোনা কোভিড ১৯ আক্রান্ত হওয়ার পর আবুধাবি স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৭ মে মৃত্যুর কোলে ঢলে পড়েন। বিষয়টির সত্যতা নিশ্চিত করেন রাউজান ১০ নং পূর্ব গুজরা ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ জমিরউদ্দিন বাবুল ,বলেন, করোনা ভাইরাসে মৃত্যুর বিষয়টি আমি মৃত দিদারুল আলম পিতা মনছব আলীর কাছ থেকে নিশ্চিত হয়েছি।
বিবাহিত জীবনে দুই পুত্র ও দুই কন্যা সন্তানের জনক।

No comments