বান্দরবানে সেনা রিজিয়ন এর উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ
তপন চক্রবর্তী বান্দরবান জেলা প্রতিনিধি:
বান্দরবানে চলমান করোনা মহামারীতে হত দরিদ্রদের মাঝে সেনাবাহিনীর খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে।
জিওসি, ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার চট্রগ্রাম এরিয়া মেজর জেনারেল এস এম মতিউর রহমান এর নির্দেশনায় গত ২৫ মার্চ ২০২০ তারিখ হতে সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের সদস্যগণ চট্রগ্রাম ও পার্বত্য চট্রগ্রাম এলাকায় এ সহায়তা প্রদান করে আসছে।
বৃহস্পতিবার (২৮ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত করোনা ভাইরাস (কোভিড-১৯) এর প্রাদূর্ভাবে লকডাউনে থাকা বান্দরবানের পাহাড়ী অসহায় ও দুস্ত মানুষের পাশে দাঁড়াতে আজ বান্দরবান সেনা রিজিয়ন কর্তৃক কেয়ামলং পাড়া, বাকিছড়া, বম ঘাটা, ডুলুপাড়া বান্দরবান এলাকায় সর্বমোট ১১৫ টি অসহায় ও দুস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী প্যাকেট বিতরণ করা হয়।
এ সময় বান্দরবান সেনা রিজিয়ন এর কর্মকর্তা মেজর ইফতেখার এবং লেঃ রেজওয়ান সহ অন্যান্য সেনাসদস্য উপস্হিত ছিলেন।
সেনা রিজিয়ন এর কর্মকর্তা মেজর মোহাম্মদ ইফতেখার বলেন, লকডাউনে থাকা পাহাড়ী জনগণের খাদ্যাভাব দূর করতে বান্দরবান সেনা রিজিয়ন নিয়মিত অসহায় ও দুস্ত জনসাধারণের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করছে।
খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য অঞ্চলে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে।
দূর্গম এলাকার অসহায় ও দুসহ পরিবারের সদস্যদের মাঝে স্বসিত ফিরিয়ে আনতে বাংলাদেশ সেনাবাহিনী এ ধরণের কার্যক্রম অব্যহত রাখবে।


No comments