রাউজানে একুশে বইমেলার শুভ উদ্বোধন করলেন এ বি এম ফজলে করিম চৌধুরী এম পি
লোকমান আনছারী, রাউজান প্রতিনিধি:
চট্টগ্রামের রাউজান উপজেলায় ২১ ফেব্রুয়ারি রোজ শুক্রবার সকালে উপজেলা সদরের মুন্সির ঘাটায় অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ চত্বরে বই মেলার আয়োজন করা হয়েছে।
রাউজান পৌরসভার ২য় প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ এর সভাপতিত্বে ও সাজু পালিতের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাউজানের সাংসদ এ.বি.এম ফজলে করিম চৌধুরী এম পি, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য ও রাউজান উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি কাজী আবদুল ওহাব, রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান এ.কে.এম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ, রাউজান উপজেলা আওয়ামীলীগ এর সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জানে আলম জনি, রাউজান থানার অফিসার ইনচার্জ কেফায়েত উল্লাহ, আওয়ামীলীগ নেতা জসিম উদ্দিন চৌধুরী, নুরুল ইসলাম চৌধুরী শাহজাহান, সুমন দে, তসলিম উদ্দিন চৌধুরী, আহসান হাবীব চৌধুরী হাসান, রাউজান উদ্দীপ্ত তরুণ এর প্রধান পৃষ্ঠপোষক দীপলু দে দীপু, রাউজান উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক পিবলু চৌধুরী, রাউজান পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আসিফ, রাউজান কলেজ ছাত্রলীগের সভাপতি আরমান শিকদার, সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ, সেন্ট্রাল বয়েজ অব রাউজান এর সভাপতি মোঃ সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক ইমতিয়াজ জামাল নকিব, সাংগঠনিক সম্পাদক মইনুদ্দিন জামাল চিশতী, রাউজান উদ্দীপ্ত তরুণ এর সভাপতি মোহাম্মদ রবিন, মোহাম্মদ তাসিম, মোহাম্মদ হিমু, মোহাম্মদ আরিফুল ইসলাম, সাগর, মারুফ, সাকিব, জনি, নিলয়, মহিউদ্দিন, মহিম, জয়, সোহাব, মঈন, রোহান, সাকিব, মিরাজ, রাকিব, দীপ্ত, রিফাত, আবির, জোনায়েদ, মোরশেদ, আবিদ, জয় দাশ, জিসান, ইমন, সিরাত, ফরহাদ, হামিম, নোমান, হানিফ, সাহেদ, নাহিদ, প্রমুখ।
সুশৃঙ্খল ও মেধাবী জাতিগঠনে বইয়ের বিকল্প নেই। নিয়মিত বইপাঠ করার মধ্য দিয়ে মেধা ও মনের বিকাশ ঘটে। মুজিববর্ষ উপলক্ষে ২ দিন ব্যাপী অমর একুশে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

No comments