হাটহাজারী প্রশাসনের উদ্যোগে শহীদ মিনার প্রাঙ্গণে পুষ্পস্তবক অপর্ণ
নিউজ ডেস্ক:
স্বাধীন বাংলাদেশের
আপামর জনসাধারণ প্রতি বছর অমর একুশের শহীদ দিবসে মহান ভাষা আন্দোলনের সূর্যসন্তানদের
শ্রদ্ধাবনত চিত্তে স্বরণ করে। ১৯৫২ এর ভাষা শহীদদের পবিত্র রক্তস্রোতের সঙ্গে মিশে
আছে বাঙ্গালির জাতীয় মুক্ত সংগ্রামের গৌরবগাথা। ৫২ এর একুশে ফেব্রুয়রিরতে বাংলার
ছাত্র সমাজ আত্মদান করে মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠা করেছিল।রক্ত রাঙা অমর একুশে ফেব্রুয়ারি রক্তের প্লাবনের মধ্য দিয়ে শুক্রবার
সারা বিশ্বে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসের গৌরবময় আসনে আসীন।
শুধু বাঙালি নয় বিশ্বের প্রতিটি জাতির মাতৃভাষার মর্যাদা,স্বাধিকার,স্বাধীনতা
ও মানুষের মতো বাঁচার দাবিতে সংগ্রামের দুর্জয় অনুপ্রেরণা সৃষ্টির চির-অনির্বাণ
শিখার দীপ্তিতে দিগন্ত উদ্ভাসিত করেছে একুশে ফ্রেবুয়ারি।
হাটহাজারী উপজেলা
প্রশাসনের উদ্যোগে আর্ন্তজাতিক মাতৃভাষা
দিবস পালিত হয়েছে। একুশের প্রথমপ্রহরে ১২ এক মিনিটে উপজেলা পরিষদ, হাটহাজারী মডেল
থানা,মুক্তিযোদ্ধা সংসদ,হাটহাজারী উপজেলা আ.লী,হাটহাজারী উপজেলা জাতীয় পার্টি,হাটহাজার
প্রেসক্লাব,হাটহাজারী অনলাইন প্রেসক্লাব বিভিন্ন রাজনৈতিক দল,উপজেলা কেন্দ্রীয়
শহীদ মিনারে পুষ্পস্তবক অপর্ণ করা হয়।
এছাড়াও সকাল ৭টা
থেকে দলে দলে ফুল নিয়ে আসেন হাটহাজারী সরকারি পার্বর্তী উচ্চ বিদালয়,হাটহাজারী মডেল
সরকারি প্রাথমিক বিদ্যালয়, মীর নোয়াবুল হক উচ্চ বিদ্যালয়,চট্টগ্রাম অক্সফোর্ট
স্কুল এন্ড কলেজ,হাটহাজারী উপজেলা ছাত্রদল,জাগৃতিক,জাগরণ, নিরাপদ সড়ক চাই কমিটি, সার্ক
মানবাধিকার ফাউন্ডেশন, ব্যারিস্টার শাকিল ফার্জানার পক্ষে বিএনপির অঙ্গসংগঠন,উজ্জীবন
ক্লাব,সিজন অ্যাকাদেমী স্কুল সহ অনেক শিক্ষা প্রতিষ্ঠান।
উপজেলা প্রশাসনের
আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে প্রভাত ফেরি র্যালি বের হয় এবং উপজেলা পরিষদ
মিলনায়তনে আলোচনা সভা, কবিতা আবৃত্তি,সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন
প্রতিযোগীতামুলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রকল্প কর্মকর্তা
শেখ নেওয়াজ এর সঞ্চালনায় উপজেলা নিবার্হী কর্মতা রহুল আমীনের সভাপতিত্বে প্রধান
অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম রাশেদুল আলম।বিশেষ অতিথি ছিলেন
হাটহাজরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ আলম
ও ভাইস চেয়ারম্যান মোঃ নুরুল আলম বাসেকসহ আরো অনেকে।
সভা শেষে শিক্ষার্থীদের
মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

No comments