পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন সংশোধনের দাবিতে বান্দরবানে সংবাদ সম্মেলন
তপন চক্রবর্তী, বান্দরবান জেলা প্রতিনিধি:
পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন (সংশোধন) আইন-২০১৬” সংশোধনের দাবিতে সংবাদ সম্মেলন করলেন পার্বত্য চট্টগ্রামের নিপিড়িত বঞ্চিত মানুষের পক্ষে কাজ করার প্রত্যায়ে নব গঠিত পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।
অদ্য রবিবার (২ ফেব্রুয়ারি) বেলা ১ টায় বান্দরবান সদরস্থ ইসলামপুর এলাকায় হোটেল রিভারভিউ প্রাংজ্ঞনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আন্তরিক চিন্তা,চেতনাকে ধারন করে পার্বত্য অঞ্চলের মানুষের উন্নয়নে বর্তমান প্রধান মন্ত্রী যে সব যুগান্তকারী পদক্ষেপ গ্রহন করেছেন তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সংবাদ সম্মেলনে উল্লেখ করেন, পার্বত্য শান্তি চুক্তির শর্ত মোতাবেক পার্বত্য ভূমি সমস্যা সমাধানের জন্য ল্যান্ড কমিশন গঠনের লক্ষ্যে যে আইন প্রণয়ন করা হয় যা ২০১৬ সালে চুড়ান্ত অনুমোদন পায়।
এই পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন (সংশোধন) আইন-২০১৬ কমিশনে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত অর্ধেক জনগোষ্ঠী বাঙ্গালীদের কোন প্রতিনিধি নেই এবং কমিশনের ৯ সদস্যের মধ্যে অধীকাংশই ক্ষুদ্র-নৃ গোষ্ঠীর জনগণ তাই তারা তাদের গোষ্ঠীর স্বার্থের প্রতি বেশিই দৃষ্টি পাত করবেন, যদি তাই হয় তাহলে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সকল বাঙ্গালিরা এ আইন ও কমিশনের মাধ্যমে তাদের ভূমি অধিকার হারাবে এবং পার্বত্য অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা চরম ভাবে ব্যাহত হবে বলে উৎকণ্ঠা প্রকাশ করেন। তাই পার্বত্য অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা, পার্বত্য অঞ্চলে বসবাসরত সকল বাংলাদেশী নাগরিকদের সাংবিধানিক সমঅধীকার পেতে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন সংশোধন করে সকল জন-গোষ্টির মাঝে গ্রহনযোগ্য ভূমি কমিশন গঠনের উদ্যেগ ও একই সাথে আইন সংশোধন না হওয়া পর্যন্ত কমিশনের সকল কার্যক্রম বন্ধ রাখতে মানবতার মা’র প্রতি অনুরোধ জানিয়ে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সকল বাঙ্গালী জনগোষ্ঠীর পক্ষে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের আহ্বায়ক ইঞ্জিনিয়ার আলকাছ আল মামুন ভুইয়া’র স্বাক্ষরিত একটি লিখিত বক্তব্য পেস করেন।
বক্তব্যে আরো উল্লেখ করেন গত ২৩ ডিসেম্বর জেলা প্রশাসক, বান্দরবান পার্বত্য জেলার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে প্রদানকৃত স্বারক লিপির দাবি সমূহ দ্রুত বাস্তবায়ন করতে আগামী ৩ ফেব্রুয়ারি এস,এস,সি পরিক্ষার কথা চিন্তা করে বান্দরবান পৌরসভাধীন হিলবার্ড সংলগ্ন ধনেশ পাখি চত্বর এলাকায় শান্তিপূর্ণ অবস্থান ধর্ম ঘটের ডাক দেন।
উক্ত সংবাদ সম্মেলনে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের আহ্বায়ক ইঞ্জিনিয়ার আলকাছ আল মামুন ভুইয়া,সাবেক বান্দরবান জেলা আঃলীগ সাঃসম্পাদক কাজী মুজিবর রহমান, সংগঠনের বিভিন্ন সদস্য বৃন্দ ও বান্দরবান প্রেস ক্লাব সাঃ সম্পাদক মোঃ মিনারুল হক সহ বান্দরবানে কর্মরত বিভিন্ন মিডিয়া, প্রিন্ট মিডিয়ার সাংবাদিক গন উপস্থিত ছিলেন।

No comments