বান্দরবানে জাতীয় খাদ্য নিরাপত্তা দিবস উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা
তপন চক্রবর্তী, বান্দরবান জেলা প্রতিনিধি:
জাতীয় খাদ্য নিরাপত্তা দিবস উপলক্ষ্যে বান্দরবান জেলা প্রশাসনের উদ্যোগে আজ রবিবার বান্দরবানে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকাল ১০টায় জেলা প্রশাসনের প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালিটি বের হয়ে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উক্ত স্থানে গিয়ে শেষ হয়।
পরবর্তীতে র্যালি শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব শামীম হোসেন এর সভাপতিত্বে আলোচনা আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এই সময় উপস্থিত ছিলেনঅতিরিক্ত পুলিশ সুপার জনাব রেজা সারোয়ার বান্দরবান সদর সার্কেল।
এছাড়াও জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও এলাকার গন্য মান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীসহ উপস্থিত ছিলেন।

No comments