Recent comments

ব্রেকিং নিউজ

রোয়াংছড়িতে অগ্নিকান্ডে ১টি বসত ঘর ও ৭টি দোকান পুড়ে ছাই


 তপন চক্রবর্তী, বান্দরবান জেলা প্রতিনিধি : 
বান্দরবান উপজেলার রোয়াংছড়ি বাজারে আগুনে ১টি বসতঘরসহ সাতটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। অদ্য মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাত ১২ঃ৪০ ঘটিকার দিকে আগুন লাগার ঘটনা ঘটে। 
স্থানীয়রা জানান, রোয়াংছড়ি বাজারের গরাসিং মার্মা (৪২) মুদির দোকানে প্রাথমিক ভাবে আগুন লাগে তবে আগুনের সুত্র সম্পর্কে এখন ও জানাযায়নি। 
এলাকা বাসির ধারনা মতে, বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে, বাবলু (৩৮) চাউলের দোকান, জাহাংগীর (৩২) টিনের ও সিমেন্ট দোকান, খোকন (৪০) মুদির দোকান, রাসেল (৩২) মুরগির দোকান, আক্তার কাঁচা বাজার স্টোক দোকান, ক্যাসেনো (৩৮) লাইব্রেরি ও ১টি বাসা বাড়িতে আগুন ধরে আগুনের মাএা ব্যাপক থাকায় ফায়ার সার্বিস এলাকাবাসি ও সেনাবাহিনী মিলে সর্বচ্চ চেষ্টা করে বর্তমানে আগুন সস্পুর্ন নিয়ন্ত্রনে আনে।
ঘটনা স্হলে পদক্ষির্ন করে জানাযায় ০৭ টি দোকান ও দোকান সংলঙ্গ বাসাবাড়ি আগুনে সম্পুর্ন পুরে ছাই হয়ে যায়। আনুমানিক ক্ষতির মুল্য ৬০/৭০ লক্ষ টাকা হতে পারে বলে ধারনা করা হচ্ছে। রোয়াংছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডার উচিং মারমা বলেন, রোয়াংছড়ি বাজারে আগুন লাগার সাথে সাথে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছি। প্রায় আধা ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। 
উক্ত ঘটনার সংবাদ শুনে জনাব মোঃ মেহেদী হাসান রোয়াংছড়ি উপজেলা নির্বাহী অফিসার ও রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শরিফুল ইসলাম বান্দরবান আগুন লাগার স্থান পরিদর্শন করেন।

Type a message...

No comments