বান্দরবানে বিভিন্ন মামলার আলামত ও জব্দকৃত ইয়াবা দেশীয়-বিদেশী মদ ধংস
তপন চক্রবর্তী, বান্দরবান জেলা প্রতিনিধি:
বান্দরবানে বিভিন্ন মামলার আলামত ও জব্দকৃত ইয়াবা দেশীয়-বিদেশী মদ ধংস করা হয়েছে। ১৩টি মামলার জব্দ কৃত প্রায় বিশ লক্ষ টাকার মাদক দ্রব্য বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে ধ্বংস করা হয়।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) বেলা ৪ টায় বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুজাহিদুর রহমানের উপস্থিতিতে কয়েকটি মামলার জব্দকৃত আলামত ৩৪ পিচ বিদেশী মদের বোতল, ১৯০ পিচ বিদেশী বিয়ার ক্যান, ৩ হাজার ২ শত পিচ ইয়াবা, ৫০০ গ্রাম গাজা, ৪০ লিটার দেশীয় চোলাই মদসহ সরঞ্জাম যার আনুমানিক মুল্য প্রায় বিশ লক্ষ (২০,০০,০০০/=) টাকা, বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
উক্ত মাদক দ্রব্য ধ্বংস কার্যক্রমে উপস্থিত ছিলেন সিনিয়র জুডিসিয়াল ও ভারপ্রাপ্ত মালখানা ম্যাজিস্ট্রেট বান্দরবান পার্বত্য জেলা, জনাব মুজাহিদুর রহমান , কোর্ট পুলিশ পরিদর্শক জনাব মোঃ মনিরুল ইসলাম, ইনচার্জ মালখানা এসআই মোঃ গিয়াস উদ্দিন ভুঁইয়া ।

No comments