Recent comments

ব্রেকিং নিউজ

বেপরোয়া গতিতে চলছে পটিয়ার রুটের বিভিন্ন যানবাহন

 

নিজস্ব প্রতিবেদক :
গতকাল রাতে নতুন ব্রিজ থেকে শান্তির যাওয়ার পথে দূর্ঘটনা থেকে রক্ষা পেলো  অনেকগুলো যাত্রী।

পটিয়া রুটে নতুন ব্রিজ থেকে শান্তির হাট পর্যন্ত  চলাচলরত  যাত্রীবাহি গাড়ি চট্টমেট্রো ১১-১৩০৬ নম্বরের গাড়িটি গতকাল রাত এগারোটার সময় চট্টগ্রাম শাহ আমানত সেতুর টোল প্লাজায়  গাড়িচালক   ৫০ টাকার টোল না দিয়ে বেপরোয়া গতিতে টোলের সামনে থাকা স্টিকটি উপেক্ষা করে চলে যায়। পরে গাড়িটি মইরজ্যারটেক গিয়ে একটু থামে। পরে গাড়ির চালককে জিজ্ঞেস করা হলে তিনি বলেন নিয়ন্ত্রণ হারিয়েছে আরে নিয়ন্ত্রণ হারালে ঐখানে গাড়িটি কিভাবে থামে। এটি নাকি স্বাভাবিক।  ভাগ্যবশত গাড়ি সকল যাত্রী বড় কোন দূর্ঘটনা থেকে রক্ষা পেলো।

এই বিষয়ে দায়িত্বরত আনসার সদস্য মোঃ জাহিদুল ইসলামের কাছ থেকে জানতে চাইলে তিনি  বলেন প্রতিনিয়ত অনেক গাড়ি টোলের ফি না দিয়ে গাড়ি চলে যায়। কেউ অভিযোগ করলে মালিক পক্ষকে অবহিত করবেন। দেশের পরিস্থিতির কারণে যেকোন পদক্ষেপ নিতে অসহায়ত্বের পরিচয় দিচ্ছে প্রশাসনিক কর্মকর্তাগণ।

এই বিষয়ে আরো জানতে চাইলে নতুন ব্রিজের বাকলিয়া থানার অন্তর্গত পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত উপ পুলিশ পরিদর্শক (সার্জেন্ট) হানিফ বলেন। চট্টগ্রাম শাহ আমানত টোল প্লাজাটি সিটি কর্পোরেশন এর আওতাধীন।  কেউ অভিযোগ দিলে আইনের ব্যবস্থা নিবে বলে জানান।















No comments