Recent comments

ব্রেকিং নিউজ

বান্দরবান সেনা জোনের উদ্যোগে ঈদ বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ

 বান্দরবান সেনা জোনের উদ্যোগে ঈদ বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ


তপন চক্রবর্তী, বান্দরবান জেলা প্রতিনিধি: বান্দরবানে সেনা জোনের উদ্যোগে ঈদ বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে । বৃহস্পতিবার (১৩ মে ) বান্দরবান শহরস্থ জেলা স্টেডিয়ামে শহরের বিভিন্ন এলাকার চলমান করোনা মহামারীতে কর্মহীন অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদবস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। ২৪ পদাতিক ডিভিশনের নির্দেশনায় বান্দরবান রিজিয়ন এর তত্ত্বাবধানে বান্দরবান সেনা জোন কর্তৃক এই ঈদ উপহার প্রদান পরিচালনা করা হয়। বাংলাদেশ সেনাবাহিনী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব এর শুরু থেকেই মানবতার সেবায় অসহায় এবং সুবিধাবঞ্চিত জনগণের মাঝে ত্রাণ ও সার্বিক সহযোগিতা দিয়ে আসছে। তারই ধারাবাহিকতায় বান্দরবান শহরের কর্মহীন অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদ বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় সেনা জোনের জোন স্টাফ অফিসার উপস্থিত থেকে মোট ১০০ টি লুঙ্গি, ১০০টি শাড়ি এবং ঘরে ঘরে গিয়ে ৫০ প্যাকেট খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। উল্লেখ্য দেশের কঠিন সময়ের ক্রান্তিলগ্নে বান্দরবানে এই মানুষগুলো সেনাবাহিনীর নিঃস্বার্থ এই সহযোগিতায় অত্যন্ত খুশি। বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতেও দেশের যেকোন ক্রান্তিলগ্নে এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে। এছাড়াও বান্দরবান সেনা জোনের পক্ষ থেকে জানানো হয় যে, পার্বত্য চট্টগ্রামে আইন শৃঙ্খলা ও সন্ত্রাস দমনের পাশাপাশি তাদের এই ধরনের মানবিক সহায়তা আগামীতেও অব্যাহত থাকবে।

No comments