বান্দরবানে অসহায় মানুষের পাশে পৌর কাউন্সিলর সৌরভ দাশ (শেখর)
বান্দরবানে অসহায় মানুষের পাশে পৌর কাউন্সিলর সৌরভ দাশ (শেখর)
তপন চক্রবর্তী, বান্দরবান জেলা প্রতিনিধি রমজান ও লকডাউনে অসহায় ও গরীব মানুষের পাশে দাঁড়িয়েছে বান্দরবান পৌরসভার ৬নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর সৌরভ দাশ (শেখর)। বুধবার (২৮ এপ্রিল) বান্দরবান জেলখানার সামনে এম,এস ডিলার মোঃ মুছার দোকান থেকে ১টন চাউল ক্রয় করে এলাকার গরীব ও অসহায়দের মধ্যে জন প্রতি ০৫ কেজি করে ২০০ পরিবারের মাঝে চাউল বিতরণ করেন। করোনায় কর্মহীন মানুষের মাঝে চাউল বিতরণ কালে বান্দরবান পৌরসভার (প্যানেল মেয়র) ৬নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর সৌরভ দাশ(শেখর) বলেন, বর্তমানে বিশ্বব্যাপী করোনাভাইরাস নামে এক মহামারি রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে । এ রোগ থেকে আমাদের বাঁচতে হলে স্বাস্থ্য বিধি পালন করতে হবে এবং সরকারের নির্দেশনা প্রতিপালন করতে হবে। অপ্রয়োজনে ঘরের বাইরে না গিয়ে সবাইকে ঘরে অবস্থান করতে হবে। কোনভাবে নির্দেশনা অমান্য বা অবহেলা করবেন না। তিনি আরো বলেন, সরকারের নির্দেশনা মেনে আপনাদের যদি আরো দীর্ঘ সময় কর্মহীন থাকতে হয় তাহলে সরকার আপনাদের পাশে থাকবে সবসময়।
বান্দরবানে অসহায় মানুষের পাশে পৌর কাউন্সিলর সৌরভ দাশ (শেখর)
Reviewed by www.nca24bd.blogspot.com
on
April 28, 2021
Rating: 5
Reviewed by www.nca24bd.blogspot.com
on
April 28, 2021
Rating: 5

No comments