রাউজানে মুহাম্মদীয়া দরবার শরীফের বার্ষিক ভ্রাতৃ সম্মেলন ১৩ মার্চ আগামীকাল
রাউজানে মুহাম্মদীয়া দরবার শরীফের বার্ষিক ভ্রাতৃ সম্মেলন
১৩ মার্চ আগামীকাল
লোকমান আনছারী রাউজান
চট্টগ্রামের রাউজানের নোয়াপাড়া কচুখাইন মুহাম্মদীয়া দরবার শরীফের পীরে কামেল, ইমামে আহলে সুন্নাত, কুতুবুল আখতাব হজরত শাহ্ছুফি মাওলানা মুহাম্মদ ছাহেব (কঃ) কেবলামে আলেমের ৪৪তম বার্ষিক মাহফিলে ইছালে ছাওয়াব উপলক্ষে ভ্রাতৃ সম্মেলন ও রাসূলে করীম (দ.), সকল পয়গম্বর, আউলিয়া কেরাম এবং বিশ্বের মুসলিমদের ফাতেহা শরীফ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি আজ ১৩ মার্চ শনিবার রাউজান নোয়াপাড়া কচুখাইন মুহাম্মদীয়া দরবার শরীফে শাহাজাদা আলহাজ পীরজাদা মোহাম্মদ হাসান (মা.জি.আ.) সভাপতিত্বে অনুষ্ঠিত হবে।এতে প্রধান অতিথি থাকবেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ওমর ফারুখ। প্রধান বক্তা থাকবেন পাঠ ও বস্ত্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবুল কালাম। বিশেষ অতিথি থাকবেন সমাজকল্যাণ মন্ত্রলালয়ের যুগ্ন সচিব জসিম উদ্দিন, প্রফেসর মোহাম্মদ শহীদুল্লাহ, দৈনিক পূর্ব দেশের সহকারী সম্পাদক আবু তালেব বেলাল।

No comments