রাউজানে হযরত রুস্তম শাহ ফকির (রহ,) এর বার্ষিক ফাতেহা শরিফ অনুষ্ঠিত
রাউজানে হযরত রুস্তম শাহ ফকির (রহ,) এর বার্ষিক ফাতেহা শরিফ অনুষ্ঠিত
লোকমান আনছারী চট্টগ্রাম
চট্টগ্রামের রাউজান উপজেলায় ৩ মার্চ বুধবার উরকিরচর ইউনিয়নে মইশকরম এলাকার সুলতানুল আওলিয়া হযরত রুস্তম শাহ ফকির (রহ,) এর বার্ষিক ফাতেহা শরিফ উপলক্ষে হযরত রুস্তম শাহ জামে মসজিদ পরিচালনা কমিটির আয়োজনে মসজিদ মাঠ সংলগ্ন ময়দানে আজিমুশশান নুরানী মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।মসজিদ পরিচালনা কমিটির মোহাম্মদ আবু শাহার সভাপতিত্বে সাধারণ সম্পাদক মৌলানা ছৈয়দ হোসেন কামাল ও মৌলানা মেজবাহ উদ্দিন এর পরিচালনায় উপস্থিত ছিলেন উরকিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আবদুল জব্বার সোহেল।প্রধান বক্তা হিসেবে মিলাদ মাহফিল করেন হযরত রুস্তম শাহ মসজিদের খতিব কাজী মৌলানা শফিউল আজ,বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রুস্তম শাহ মাদ্রাসার সুপার মৌলানা মাহবুবুল আলম,মৌলানা আবুল কাশেম,এতে আরো উপস্থিত ছিলেন এস এম ফজলুর রহিম,জানে আলম শাহ,আব্দুল আজিজ মিলন,হাজী আনোয়ার হোসেন,আবুল হাশেম,নাজিম সওদাগর,আলী আকবর,দিদারুল আলম,আলতাফ হোসেন,সালাউদ্দিন তালুকদার,আলী হায়দার শাহ,মনছুর আলম,এস এম মনছুর আলম,সুজন শাহ, ইউপি সদস্য মোহাম্মদ রফিক,জাহাঙ্গীর আলম সহ আরো অন্যান্য ওলামায়ে কেরাম বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব ও অসংখ্য ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত ফাতেহা শরিফে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যে ছিল খতমে কোরআন, খতমে গাউছিয়া,খতমে খাজেগান,নাতে মোস্তফা(সাঃ) পরিবেশন,মিলাদ মাহফিল আখেরী মোনাজাত ও তাবরুক বিতরণের মধ্য দিয়ে মাহফিল সমাপ্তি হয়।

No comments