Recent comments

ব্রেকিং নিউজ

ভাল্লুকের আক্রমনে বান্দরবানে আহত ১



তপন চক্রবর্তী, বান্দরবান জেলা প্রতিনিধি: বান্দরবানের আলীকদমে বন্য ভাল্লুকের আক্রমনের শিকার হয়ে ক্রইল মুরং (৭৬) নামে এক ব্যাক্তি গুরুতর আহত হয়েছে। রবিবার (১৪ মার্চ) সকালে বান্দরবানের আলীকদম উপজেলাধীন কুরুকপাতার সমথং পাড়া এলাকার ঝিরিতে এ ঘটনা ঘটে। আহত ব্যাক্তি ক্রইল মুরং (৭৬) পিতাঃ মৃত রেংহান মুরং সাংঃ সমথং পাড়া কুরুকপাতা ইউনিয়ন আলীকদম বান্দরবানের বাসিন্দা। সুত্রে জানাযায়, আলীকদম কুরুকপাতার সমথং পাড়া এলাকার ঝিরিতে পেতে আসা মাছ ধরার জাল আনতে গেলে ভাল্লুকের এ আক্রমণের শিকার হন।এতে তার ডান পার্শে মুখে কেটে গিয়ে গুরুতর আহত হন। পরে আক্রান্ত ব
্যক্তিকে সেনাবাহিনীর হেলিকপ্টার যোগে বলাইপাড়া আর্মি ক্যাম্প হতে উন্নত চিকিৎসার জন্য চট্রগ্রাম সামরিক হাসপাতালে (সিএমএইচ) প্রেরণ করা হয়েছে। বান্দরবান আলীকদম থানার অফিসার ইনচার্জ কাজী রকিব উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

No comments