বান্দরবানে ম্রো আদিবাসীদের উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন
তপন চক্রবর্তী, বান্দরবান জেলা প্রতিনিধি
বান্দরবানে ম্রো আদিবাসীদের উচ্ছেদ করে ফাইভ স্টার হোটেল নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছে বান্দরবান সরকারি কলেজের সচেতন শিক্ষার্থীবৃন্দ।
রবিবার (১৫ নভেম্বর) সকালে বান্দরবান শহরস্থ বঙ্গবন্ধু মুক্তমঞ্চ সংলগ্ন সড়কে বান্দরবান সরকারি কলেজের সচেতন শিক্ষার্থীদের আয়োজনে ম্রো আদিবাসীদের উচ্ছেদ করে ফাইভ স্টার হোটেল নির্মাণের প্রতিবাদে মানববন্ধন অনু্ষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে বান্দরবান সরকারি কলেজের ডিগ্রীর ২য় বর্ষের ছাত্র উচিং মার্মা, অনার্স ২য় বর্ষের ছাত্র জয়বাবু তঞ্চ্যঙ্গা, অনার্স ২য় বর্ষের ছাত্রী অলকা তঞ্চ্যঙ্গা, অনার্স ডিগ্রী ২য় বর্ষেের ছাত্রী মিমি মার্মা, ডিগ্রী ২য় বর্ষের ছাত্র পুলুচিং মার্মা সহ ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।
এতে শিক্ষার্থীরা বক্তব্য বলেন, সিকদার গ্রুপের এই হোটেল চিম্বুক পাহাড়ে নির্মাণ হলে প্রত্যক্ষভাবে ম্রোদের চারটি পাড়া এবং পরোক্ষভাবে ৭০ থেকে ১১৬টি পাড়া ক্ষতিগ্রস্ত হবে। এতে প্রায় ১০ হাজার জুমচাষী উদ্বাস্তু হওয়ার ঝুঁকিতে পড়বেন। উক্ত মানববন্ধনে অনতিবিলম্বে এসব নির্মাণ কাজ বন্ধের দাবি জানানো হয়।

No comments