বান্দরবানে পুলিশ অফিসার্স মেসের নবনির্মিত ভবন উদ্বোধন
তপন চক্রবর্তী
বান্দরবান জেলা প্রতিনিধি:
বান্দরবানে পুলিশ অফিসার্স মেসের নবনির্মিত ভবন উদ্বোধন করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ।
বুধবার (১১ নভেম্বর) সকালে বান্দরবান হাসপাতাল সড়কে নবনির্মিত পুলিশের ৬ তলা ফাউন্ডেশনের ৩ তলা বিশিষ্ট অফিসার্স মেসভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি বলেন, বাংলাদেশের সীমানায় রাষ্ট্রের কোথাও কোন সন্ত্রাসী কার্যক্রম বরদাশত করা হবে না । এদেশের সকল শ্রেণি পেশার সব ধরনের নাগরিকদের সর্বোচ্চ নিরাপত্তা ও দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য সরকার বদ্ধ পরিকর।
এ সময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন, জেলা পুলিশ সুপার জেরিন আকতার সহ পুলিশের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন ।
পরে আইজিপি ভবনের অফিসার্স কক্ষ, ভিআইপি কক্ষ, ও কনফারেন্স কক্ষপরিদর্শন করেন । প্রায় ২ কোটি ৬০ লক্ষ টাকা ব্যয়ে গণপূর্ত বিভাগ এ কাজ বাস্তবায়ন করেন ।

No comments