বলিউড চলচ্চিত্রে অভিনয়ের এক অপূর্ব সংমিশ্রণ শাহরুখ খান
ডেস্ক রিপোর্ট:
১৯৮৮সালের টেলিভিশন সিরিয়ালে অভিনয়ের মাধ্যমেআত্ব-প্রকাশ ঘটে এক নবীন অভিনেতার এর ঠিক ৪বছরপর ডিব্বা ভারতির বিপরীতে সুপার হিট ছবিদি ওয়ানা দিয়ে চলচ্চিত্রে অভিষেখ তার। সে বছর সেরানবাগত পুরুষ্কারসহ পরে মোট ১৪ বার ফিল্ম ফিয়ার ঘরে তুলেছেন তিনি। ইতিহাস খ্যাত এই অভিনেতা বলিউড কিং শাহরুখ খান।
দিল্লীর হংস রাজ কলেজ থেকে অর্থনীতি তে অনার্স এবং জামিয়া মিলিয়া ইসলামীয়া থেকে সাংবাদিকতায় মার্স্টাস সম্পন্ন করেন শাহ্রুখখান ।বিশ্ববিদ্যালয় পড়াকালীন থিয়েটারের সঙ্গে যুক্ত ছিলেন কিংবদন্তি এই অভিনেতা।
১৯৯৩
সালে ব্লকবাস্টার হিট বাজিগর ও ডর সিনেমায় অভিনয় করে খ্যাতির আকাশচুম্বির উচ্চতায় পৌছান
শাহরুখ আর বাজিগরের জন্য ক্যারিয়ারের প্রথমবারের মতো ফিল্ম ফিয়ারে শ্রেষ্ঠ অভিনয়ের
পুরুষ্কার অর্জন করেন।
বক্স
অফিসের রেকর্ডভাঙ্গা সিনেমা দিলওয়ালী দুলহানিয়া লেজায়িঙ্গে ছবিতে শাহরুখ নিজেকে প্রতিষ্ঠিত
করেন কিং অব রোমান্স হিসেবে।ছবিটি ইতিহাসের সবচেয়ে বেশি আয় করা ছবি হওয়ার গৌরব লাভ করে। ‘মারাঠা মন্দির’ নামক সিনেমা হলে ছবিটি চলেছিল টানা ১০০০ সপ্তাহ। বলা হয়ে থাকে, আদিত্য চোপড়া পরিচালিত এই ছবিটিই আসলে শাহরুখ খানকে ‘রোমান্টিক হিরো’ হিসেবে প্রতিষ্ঠিত করে।ছবিটি মোট ১৯টি ফিল্মফেয়ার পুরস্কার জিতেছিল।  এই চলচ্চিত্রটিই শাহরুখ খানকে ‘কিং অব রোমান্স’ উপাধিতে পরিচিত করে তোলে।দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’র ব্যাপক সাফল্যের পর তিনি একে একে উপহার দিতে থাকেন বক্স অফিস কাঁপানো রোমান্টিক ঘরানার সব চলচ্চিত্র। এরপর ‘ডন’ সিরিজ এর প্রথম মুভি পাওয়ার পর শাহরুখ খান ‘বলিউড কিং’ উপাধি পান। লন্ডনের মাদাম তুসো জাদুঘরে কিং খানের মূর্তি রয়েছে।
রোমান্টিক নায়ক হিসেবে খ্যাত হলেও শাহরুখ খান অভিনীত চরিত্রগুলোতে দেখা যায় বিভিন্ন চরিত্রের এক অপূর্ব সংমিশ্রণ। ডন সিরিজ, যাব তাক হেয় জান, শক্তি-দ্য পাওয়ার, ম্যায় হু না’তে দেখা মেলে অ্যাকশন হিরো শাহরুখের। কমেডি চরিত্রেও তিনি অনবদ্য। ডুপলিকেট, জোশ, ফ্যান ও জিরো ছবির মাধ্যমে দর্শকদের মাতিয়ে তুলেন।
১৯৯৯ সালে তিনি নির্মাতা আজিজ মির্জা ও অভিনেত্রী জুহি চাওলার সঙ্গে ড্রিমজ আনলিমিটেড নামে চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান স্থাপন করেন।  ২০০৪ সালে প্রতিষ্ঠা করেন ‘রেড চিলিস এন্টারটেইনমেন্ট’। 
শিল্প সংস্কৃতিতে বিশেষ অবদান রাখায় ব্রিটেনের একটি ইউনিভার্সিটি থেকে সম্মান সূচক ডক্টরেট অর্জনের পর যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব এডেনবারা থেকে ২য় বারের মতো বিরল এই ডিগ্রী।
১৯৬৫ সালের আজকের দিনে বাবা তাজ মোহাম্মদ খান এবং মালতিফ ফাতেমার ঘর আলো করে জন্মগ্রহন করেন বলিউড বাদশাহ শাহরুখ খান। জন্ম দিনে তাকে জানাই হ্নদয় নিংরানো শুভেছা আর ভালোবাসা। শুভ জন্ম দিন শাহরুখ।

No comments