Recent comments

ব্রেকিং নিউজ

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বান্দরবানে পালিত হল প্রবারণা পূর্ণিমা





তপন চক্রবর্তী, বান্দরবান জেলা প্রতিনিধি:



বান্দরবানে নানা আয়োজন ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সীমিত পরিসরে উদযাপিত  হচ্ছে বৌদ্ধ ধর্মালম্বীদের প্রবারণা পূর্ণিমা।  মারমা সম্প্রদায়ের কাছে প্রবারণা ওয়াগ্যোয়াই পোয়ে নামে পরিচিত।



শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা থেকে বান্দরবানের বিভিন্ন বিহারে বিহারে চলছে মোমবাতি ও হাজার প্রদীপ প্রজ্জ্বলন। পূজারিরা বিহারগুলোতে উড়াচ্ছেন ফানুসবাতি ।  ফানুস বাতির আলোয় আলেকিত হয়েছে রাতের আকাশ।


এছাড়াও পাহাড়ের প্রতিটি বিহারে বিহারে চলছে ধর্মীয় দেশনা। 


এদিকে উৎসব উপলক্ষে সন্ধ্যায় বান্দরবানের পুরাতন রাজবাড়ীর মাঠ হতে টানা হয় রথ। এসময় রথে থাকা বুদ্ধমূর্তিকে পূজারীরা মোমবাতি ধুপকাঠি জ্বালিয়ে কেউ কেউ প্রণাম নিবেদেনের পাশাপাশি সু:খ শান্তি লাভের আশায় প্রদান করেন বিভিন্ন পরিমান দানের অর্থ। পরে রথ নিয়ে যাওয়া হয় উজানীপাড়া বৌদ্ধ বিহারে।


সন্ধ্যা থেকে পরিবারের সদস্যদের নিয়ে জেলা শহরের বিহারগুলো পরিদর্শন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

No comments