বান্দরবানে কীটনাশকের বিষ খেয়ে ফল বিক্রিতার আত্মহত্যা
তপন চক্রবর্তী, বান্দরবান জেলা প্রতিনিধি:
বান্দরবানে পৌর শহরের বনরুপা পাড়ার ৬নং ওয়ার্ড এলাকায় কীটনাশকের বিষ খেয়ে এক ফল বিক্রিতা আত্মহত্যা করেছে । নিহতের নাম বিজয় দাশ (৩২)।
মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১০ঃ৫০ ঘটিকার সময় বান্দরবান সদর থানাধীন বনরুপা পাড়ার ২নং গলির স্বর্ণলতা কুঠিরে এ ঘটনা ঘটে।
সে চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানাধীন ৩নং নলুয়া উইপি মরফলা গ্রামের শীল পাড়ার মন্টু ছেলে।
পারিবারিক সূত্রে জানাযায়, প্রতিদিনের ন্যায় রাতে খাওয়া-দাওয়া শেষে তার স্ত্রী ও বাচ্চাসহ সবাই ঘুমিয়ে পড়ে। রাত আনুমানিক ১০ঃ৫০ এর দিকে সামনের রুম হতে বিকট আওয়াজ শুনে তার স্ত্রী সজাগ হয়ে দেখে তার স্বামী পাশে নেই।
লাইট জ্বালিয়ে তার স্ত্রী সামনের রুমে গিয়ে দেখে কীটনাশকের বিষের গন্ধ বের হচ্ছে এবং উক্ত রুমে ফ্যানের সাথে একটি রশি টাঙ্গানো এমন সময় তার স্ত্রীর আত্ম-চিৎকারে পার্শ্ববর্তী ভাড়াটিয়ারা এগিয়ে আসলে তাদের সহায়তায় বান্দরবান সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্ত্রী সূত্রে জানা যায়, সংসারিক অভাব অনটনে এবং দায় দেনার কারণে তিনি মানসিক ভাবে প্রায় সময় হতাশাগ্রস্ত থাকত।
বান্দরবান সদর থানার উপ-পুলিশ পরিদর্শক মোঃ আব্দুল আজিজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ ময়না তদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে, ময়না তদন্ত শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয় এবং অপমৃত্যুর জন্য মামলা দায়ের করা হচ্ছে।

No comments