কারাগার থেকে জাতীয় শোক দিবসের শোক বার্তা পাঠালেন যুবলীগ নেতা নুর মোস্তফা টিনু।
মোহাম্মদ মহিউদ্দীন সুমন, চট্টগ্রাম:
ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলায় দীর্ঘদিন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দি থাকা ১৬ নং চকবাজার ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি, চকবাজারের মাটি ও মানুষের নেতা নুর মোস্তফা টিনু জাতীয় শোক দিবসের একটি শোক বার্তা পাঠিয়েছেন। তিনি শোক বার্তায় বলেন- " ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। জাতীয় ও রাষ্ট্রীয় জীবনে এটি একটি কলঙ্কিত কালো অধ্যায়।
শোক দিবসে আমি গভীর শোক প্রকাশ করছি। এবং শ্রদ্ধাভরে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। এবং গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সেই দিন নির্মমভাবে শহীদ হওয়া বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্যদের প্রতি।
১৯৭৫ সালের ১৫ আগস্টের এই দিনে স্বাধীনতা বিরোধীরা নির্মমভাবে হত্যা করে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারবর্গকে। সেদিন ঘাতকের নির্মমতার হাত থেকে রেহাই পায়নি সেইদিনের সেই ছোট্ট রাসেলও। এটি এমন একটি ইতিহাস, যেই ইতিহাস পাঠ করলে যে কারোরই চোখে পানি চলে আসবে।
ইতিহাস বড়ই নিষ্ঠুর। সেইদিন স্বাধীনতা বিরোধীরা শুধু পিতা বঙ্গবন্ধু এবং তার পুরো পরিবারকে নির্মমভাবে হত্যা করে ক্ষান্ত হয়নি, তারা বিভিন্নভাবে চেষ্টা করেছে প্রাণপ্রিয় নেত্রী দেশরত্ন শেখ হাসিনা এবং শেখ রেহেনাকেও হত্যা করার জন্য। বিদেশের মাটিতেও সেদিন তারা নিরাপদ ছিলেন না।
কিন্তু মহান আল্লাহর অশেষ রহমতে প্রাণপ্রিয় নেত্রী দেশরত্ন শেখ হাসিনা এবং শেখ রেহেনা বাংলার জমিনে ১৮ কোটি বাঙ্গালীর শেষ আশ্রয়স্থল হয়ে এখনো বেঁচে আছেন, আলহামদুলিল্লাহ! তবে, শত্রুরা থেমে নেই, দলে রন্দ্রে রন্দ্রে ডুকে পড়েছে খন্দকার মোশতাকের মতো বেইমান বিশ্বাসঘাতক অনুপ্রবেশকারীরা। এদের হাতে প্রানপ্রিয় নেত্রী এবং প্রানের সংগঠন নিরাপদ নয়। তাই সবাইকে সজাগ থাকতে হবে। বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মানে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার লক্ষ্য বাস্তবায়নে সবাইকে একসাথে কাজ করতে হবে।
জীবন দিয়ে পিতা মুজিব এবং তার পরিবারকে বাঁচাতে পারিনি। কিন্তু দেহে যতক্ষণ নিঃশ্বাস থাকবে প্রাণপ্রিয় নেত্রী শেখ হাসিনার কিছু হতে দিবো না। আমার জীবনে শত্রুরা যতোই ষড়যন্ত্র করুক, যতোই ঝড়-ঝঞ্ঝা নেমে আসুক প্রাণপ্রিয় নেত্রী দেশরত্ন শেখ হাসিনার একজন বিশ্বস্ত রাজপথের অতন্দ্র প্রহরী হয়ে থাকবো ইনশাআল্লাহ।
প্রিয় নেত্রীর লক্ষ্য বাস্তবায়নে, প্রিয় নেত্রীর হাতকে শক্তিশালী করার জন্য, প্রানপ্রিয় নেত্রী এবং প্রানের সংগঠনের জন্য নির্দ্বিধায় রাজপথে জীবন বিলিয়ে দিতে পিছপা হবো না ইনশাআল্লাহ। অবশেষে আল্লাহর কাছে প্রার্থনা করি, সেই দিন শহীদ হওয়া বঙ্গবন্ধু এবং তার পরিবারের সবাইকে আল্লাহ জান্নাতবাসী করুন। এবং আমাদের প্রানপ্রিয় নেত্রী শেখ হাসিনাকে সুস্থতা ও নিরাপদ দীর্ঘায়ু দান করুন। আমিন"।
উল্লেখ্য যে, গত ২২ সেপ্টেম্বর ২০১৯ ইং থেকে ১৬ নং চকবাজার ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি, যুবলীগ নেতা নুর মোস্তফা টিনু ষড়যন্ত্রমুলক উদ্দেশ্যপ্রনোদিত মিথ্যা মামলায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দি। নুর মোস্তফা টিনু এবং তার পরিবার একইসাথে চকবাজার বাসীর অভিযোগ হলো, নুর মোস্তফা টিনুকে ন্যায় বিচার থেকে বঞ্চিত করা হচ্ছে।
আদালতের দ্বারে দ্বারে ঘুরেও তিনি ন্যায় বিচার পাচ্ছেন না। কারাবন্দী হওয়ার ১১ মাস হয়ে গেলেও তার এখনো জামিন মেলেনি। যেনো অদৃশ্যভাবে তার বিচার কার্যক্রমকে প্রভাবিত করছে দলে অনুপ্রবেশকারী কুচক্রীমহল। মুজিব আদর্শের একজন একনিষ্ঠ সৈনিককে কেনো অন্যায় অমানবিকভাবে এতোদিন কারাবন্দী করে রাখা হয়েছে এমনই প্রশ্ন চকবাজারবাসীর ও সংগঠনের নেতা-কর্মীদের।
অবিলম্বে নিঃশর্তে নুর মোস্তফা টিনুকে জামিন দেওয়ার জন্য আদালতের প্রতি বিনীতভাবে অনুরোধ জানান তারা। সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে চকবাজারের মাটি ও মানুষের নেতা নুর মোস্তফা টিনু তাদের মাঝে ফিরে আসবেন এমনটাই প্রত্যাশা চকবাজারবাসীর এবং সংগঠনের নেতা কর্মীদের।

No comments