Recent comments

ব্রেকিং নিউজ

বঙ্গবন্ধু ছাত্র পরিষদ, চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে শোক দিবস উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।


মোহাম্মদ মহিউদ্দীন সুমন, চট্টগ্রাম।

জাতীয় শোক দিবস (১৫ আগষ্ট) উপলক্ষে বঙ্গবন্ধু ছাত্র পরিষদ, চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে গতকাল শনিবার দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সভাপতি মোহাম্মদ মনজুরুল করিমের সভাপতিত্বে গতকাল সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর আগ্রাবাদে স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া ও মিলাদ মাহফিলে ১৫ আগষ্টের কালো রাতে শাহাদাত বরণকারী বঙ্গবন্ধু এবং তার পরিবারের সদস্যদের আত্নার মাগফেরাত কামনা করে মুনাজাত পরিচালনা করা হয়।

দোয়া ও মিলাদ মাহফিলে  উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগ এর আহ্বায়ক কমিটির সদস্য আবদুর রশীদ লোকমান, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য সৈয়দ আচরা উল্লাহ আদিল।

সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বঙ্গবন্ধুর পলাতক খুনীদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানান।

বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সভাপতি মনজুরুল করিমের সভাপতিত্বে এতে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম  মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহাবউদ্দীন, মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা প্রিয় আইয়ুব চৌধুরী, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের অর্থ বিষয়ক উপ সম্পাদক ইমরান আলী মাসুদ, চট্টগ্রাম মহানগর বঙ্গবন্ধু ছাত্র পরিষদ এর সহ-সভাপতি ইমরুল হাসান, যুগ্ম-সাধারণ সম্পাদক এম. মিয়াজী মাহফুজ আলম, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা আজহার উদ্দিন সহ ছাত্রলীগ এর অন্যান্য নেতৃবৃন্দ।

No comments