বান্দরবানে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নগদ অর্থ ও ত্রান সহায়তা প্রদান
তপন চক্রবর্তী,বান্দরবান জেলা প্রতিনিধি:
বান্দরবানে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নগদ অর্থ ও ত্রান সহায়তা প্রদান করলেন পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈচিং এমপি।
গত ২১ আগষ্ট বান্দরবানের পূরবী বার্মিজ মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ২৩ ব্যবসায়ী ও নারী উদ্যোক্তাদের মাঝে এই নগদ অর্থ ও চাল বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে বান্দরবান সদরের পুরবী বার্মিজ মার্কেট এর সামনে এই ত্রাণ সহায়তা প্রদান করা হয়। এসময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের আপদকালীন খাত থেকে পার্বত্য জেলা পরিষদের তত্ত্বাবধানে ক্ষতিগ্রস্ত দোকান প্রতি ২০ হাজার টাকা, ৫০ কেজি চাল ও বান্দরবান চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্টির এর পক্ষ থেকে নগদ ১০ হাজার টাকা প্রদান করা হয়। ত্রান সহায়তা প্রদানকালে পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা,অতিরিক্ত জেলা প্রশাসক মো.শফিউল আলম,অতিরিক্ত পুলিশ সুপার মো.রেজা সরোয়ার,পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী,পরিষদের সদস্য লক্ষীপদ দাশ,মোজাম্মেল হক বাহাদুর পৌর কাউন্সিল সৌরভ দাশ (শেখর) প্রমুখ উপস্থিত ছিলেন।
ত্রাণ বিতরণকালে সংক্ষিপ্ত বক্তব্য প্রদানকালে পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর এমপি বলেন,আমাদের সবাইকে আরো বেশি সচেতন হতে হবে।আগুন নিয়ন্ত্রণে প্রতিটি মার্কেটে পর্যাপ্ত ব্যবস্থা রাখতে হবে। এসময় মন্ত্রী আরো বলেন,আমাদের এই ক্ষতি কাটিয়ে সবাইকে আবার পুরোদমে ব্যবসায় নামতে হবে এবং সেই সাথে সাথে সর্তকতা অবলম্বন করতে হবে।

No comments