সচিব পরিচয়ে নানা অপরাধ, অতপর ডিবির হাতে আটক।
বিশেষ প্রতিনিধি, নাজগীর আহম্মদঃ
বরিশাল বিভাগের বিভিন্ন আদালত, অফিসে সচিব পরিচয়ে অবৈধ তদবির এবং প্রভাব খাটিয়ে আসছিলো সাইফুল্লাহ্ মোঃ দুলাল নামে এক ভুয়া সচিব।
শনিবার বরগুনা পুলিশ সুপারে আফিসে একটি মামলার জন্য অবৈধ ভাবে সুপারিশের সময় বরগুনা ডিবি পুলিশ, প্রতারক সাইফুল্লাহ্ মোঃ দুলালকে গ্রেফতার করেছে।
ডিবি ও পুলিশ জানিয়েছেন, প্রাথমিক ভাবে জানাগেছে, ভুয়া এই সচিব সাইফুল্লাহ্ মোঃ দুলালের বাড়ি চরদুয়ানী, পাথরঘাটা উপজেলা বরগুনা জেলায়।
প্রতারক সাইফুল্লাহ্ মোঃ দুলালের বাবা সুলতানা হাওলাদার। ভুয়া সচিব দুলালকে শীঘ্রই একটি মামলা করে আদালতে নেয়া হবে।
অধিকতর জিজ্ঞাসাবাদ ও তদন্তের জন্য অতিদ্রুতই প্রতারক সাইফুল্লাহ্কে আদালতে উপস্থিত করে অনুমতি নেয়া হবে বলে ডিবি ও পুলিশ এর পক্ষ থেকে গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করা কয়েছে।
গণমাধ্যম কর্মীরাও বিভিন্ন মাধ্যমে খোঁজখবর নিয়ে জেনেছেন, বহুদিন ধরে ভুয়া সচিব সাইফুল্লাহ্ মোঃ দুলাল বৃহত্তর বরিশাল বিভাগের বিভিন্ন আদালত এবং অফিসে প্রভাব খাটিয়ে আসছিলো। স্থানীয় বাসিন্দারা ভুয়া সচিব সাইফুল্লাহ্ এর সর্বোচ্চ শাস্তি দাবি করছেন।

No comments