সিনে লুকে মিলন চিশতির বাংলাদেশ।
বিনোদন প্রতিবেদক:
করোনার গ্রাসে পৃথিবী। প্রতিটা দেশের মতো নাজেহাল বাংলাদেশের হইচই পরা শতাব্দীর বিনোদন পাড়া। তারকারা ঘরবন্দী সময় কাটাচ্ছেন।
আবার অনেকেই স্বাস্থ্যবিধি মেনে ফিরেছেন শ্যুটিং অঙ্গনে। নাটক, সিনেমা বা রোমাঞ্চিত গানের পাশাপাশি করোনা কালীন নানা ঘটনা প্রসঙ্গে বিভিন্ন চিত্র বানিয়েছেন ঢালিউডের একাধিক পরিচালক। তবে এইবারের মহামারীর সময় কোরবানির ঈদে নির্মাতা এম.আর.মিলন চিশতির নতুন চমক (বাংলাদেশ) গান। মডেলিং এবং কন্ঠ দিয়েছেন আরশি ও মেহেদী। ঈদের দিন গানটি প্রচার হয়েছে 'সিনে লুক' ইউটিউব চ্যানেলে।
ভিন্ন রকম এই চিন্তাভাবনা নিয়ে মিলন বলেন, প্রত্যেকবার ইচ্ছে থাকে প্রতিবছর একটা করে দেশাত্মবোধক গানের উপর কাজ করার। আমাদের দেশে দেশাত্মবোধক গানের পৃষ্ঠপোষকতা অনেক কম। কিন্তু এই বারের মহামারীতে এটা ভীন্ন একটা অভিজ্ঞতা।
ঈদে নতুন নতুন গল্প নিয়ে বিভিন্ন পরিচালক ফেরেন। টিভি চ্যানেলে প্রচার হয়েছে অনেক গুলো নাটক। 'বাংলাদেশ' গানে অনেক বেশি সাড়া আমি পেয়েছি। বুঝলাম মানুষ চাচ্ছেন দেশের গান। আগামীতে আরও অসংখ্য গান নিয়ে হাজির হবো।
সিনে লুকে মিলন চিশতির বাংলাদেশ।
Reviewed by www.nca24bd.blogspot.com
on
August 17, 2020
Rating: 5
Reviewed by www.nca24bd.blogspot.com
on
August 17, 2020
Rating: 5

No comments