Recent comments

ব্রেকিং নিউজ

বান্দরবানে দিনে দুপুরে নবম শ্রেণীর স্কুল ছাত্রীকে অপহরণ



তপন চক্রবর্তী, বান্দরবান জেলা প্রতিনিধি:


বান্দরবানে পৌর-শহরস্থ বান্দরবান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর এক স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে। 

এ ঘটনায় শুক্রবার (১৪ আগস্ট) ওই ছাত্রীর বাবা মোঃ সফিকুল ইসলাম বাদী হয়ে বান্দরবান সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। 

মামলার সূত্রে জানা গেছে,  বান্দরবান পৌরসভাস্থ আর্মি পাড়া ৭নং ওয়ার্ডের বাসিন্দা মকবুল আহাম্মদের ছেলে সাজ্জাদ নবম শ্রেণীর ওই ছাত্রীকে দীর্ঘদিন ধরে স্কুলে যাওয়ার পথে উত্যক্ত করে আসছিল। 

গত বুধবার  (১২ আগস্ট) দুপুর ১২ঃ১৫ ঘটিকার সময়  সাজ্জাদ হোসেনসহ তার সহযোগীরা ওই ছাত্রীকে  বান্দরবান পৌরসভার ০৯ নং ওয়ার্ড বনানী স'মীল এলাকাস্থ বান্দরবান বিশ্ব বিদ্যালয়ের সামনে থেকে তার ইচ্ছের বিরুদ্ধে জোরপূর্বক সিএনজি গাড়িতে উঠিয়ে নিয়ে যায়। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা  শুক্রবার (১৪ আগস্ট) রাতে সাজ্জাদ হোসেনকে প্রধান আসামি করে ২/৩ জনের বিরুদ্ধে অজ্ঞাতনামা থানায় মামলা করেন। 

ভুক্তভোগী ওই ছাত্রী বাবা  জানায়, ঘটনার দিন আমার স্ত্রী  আমার মেয়েকে নিয়ে আমার বড় মেয়ের শ্বশুর বাড়ি কেরানীহাট সাতকানিয়া  যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। আমার স্ত্রী ও মেয়ে পায়ে হেঁটে বান্দরবান বনানী স'মীল এলাকাস্থ বান্দরবান বিশ্ব বিদ্যালয়ের সামনে পৌঁছালে সাজ্জাদ হোসেন ও কয়েকজন অজ্ঞাত যুবক আমার মেয়েকে জোরপূর্বক  সিএনজি গাড়িতে উঠিয়ে দক্ষিণ দিকে নিয়ে যায়। 

আমার স্ত্রী শোরচিৎকার করে দৌড়ে এসে আমাকে ঘটনার বিষয়টি জানায়। আমি এলাকার  লোকজনসহ সাজ্জাদ হোসেনের বাবা মাকে আমার মেয়েকে ফিরিয়ে দিতে বল্লে দিব দিচ্ছি বলে কালক্ষেপন করতে থাকে। সাজ্জাদ  হোসেনসহ তার সহযোগীরা আমার নাবালিকা মেয়েকে জোরপূর্বক অপহরণ করে অজ্ঞাতস্থানে আটকে রেখেছে। আমার মেয়েকে উদ্ধারের চেষ্টায় আমি থানায় মামলা দায়ের করেছি।


বান্দরবান সদর থানার উপ- পুলিশ পরিদর্শক  মোঃ আব্দুল আজিজ  মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, স্কুলছাত্রীকে উদ্ধারের চেষ্টা ও আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

No comments