গরু ক্রয় করার টাকা চুরি নিয়ে বিরোধ, পটিয়ার নাইখাইনে প্রতিপক্ষের হামলায় মহিলা আহত
চট্টগ্রামের পটিয়া উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নে ৫ নং ওয়ার্ডে মাবিয়া খাতুন নামে এক বৃদ্ধ মহিলাকে কোরবানি গরু ক্রয় করার জন্য ঘরের আলমিরাতে রক্ষিত ১৮ হাজার টাকা চুরি করার সময় দেখে ফেলাই এর জের ধরে প্রতিপক্ষ টাক সেলিম ও ওমর ফারুক বাবু মাবিয়া খাতুনকে এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত জখম করেছে মর্মে অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে গত ৪ আগষ্ট দুপুর ১ টার সময় দেবু সাদার বাডির বাদী মাবিয়া খাতুন এর বসতঘরের উঠানের সামনে।
এ ঘটনায় মৃত শাহ আলমের স্ত্রী বিধবা মাবিয়া খাতুন বাদী হয়ে টাক সেলিম ও ওমর ফারুক বাবুর বিরুদ্ধে পটিয়া থানায় অভিযোগ দায়ের করেছে।
পটিয়া থানার দায়েরকৃত অভিযোগ সুএে জানাযায়, ১ আগষ্ট কোরবানির ১০ দিন আগে দুপুরে ঘরে কেউ না থাকার সুয়োগ বুঝে পুর্ব পরিচিত ওমর ফারুক বাবু মাবিয়া খাতুনের ঘরে অনধিকার প্রবেশ করে কোরবানি গরু ক্রয় করার জন্য আলমিরাই রক্ষিত ১৮ হাজার টাকা চুরি করে নিয়ে যাওয়ার সময় মাবিয়া খাতুন দেখে ফেলে। পরে বিষয়টি টাক সেলিম কে জানালে সে টাকা গুলো আজ নয় কাল এমন করে বিভিন্নভাবে টালবাহানা শুরু করে।
এতে মাবিয়া খাতুন জঙ্গল ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের মেম্বার আবদুর রাজ্জাক রানাকে অবহিত করে বিচার দাবি করেন। মেম্বার রানা মাবিয়া খাতুনের ১৮ হাজার টাকা পিরিয়ে দেওয়ার টাক সেলিম ওমর ফারুক বাবু কে বলে। এতে টাক সেলিম ও ওমর ফারুক বাবু ক্ষিপ্ত হয় বলে থানার দায়েরকৃত অভিযোগ সুএে জানাযায়।
এছাড়াও বিধবা মাবিয়া খাতুনকে পিটিয়ে শরীরে বিভিন্ন স্থানে নীলা ফুলা জখম করার পরেও তাকে পটিয়া থানার দায়েরকৃত অভিযোগ প্রত্যাহার করার জন্য চাপ প্রয়োগ করছে বলে মাবিয়া খাতুনের অভিযোগ। মাবিয়া খাতুন জানান, আবদুর রাজ্জাক রানা মেম্বার এর কোন দোষ নেই আমার চুরি করার টাকা উদ্ধার করতে সে চেষ্টা করায় মেম্বার এর বিরুদ্ধে বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে। সে এ ব্যাপারে জাতীয় সংসদের হুইপ পটিয়ার এমপি আলহাজ্ব শামসুল হক চৌধুরী ও পটিয়া থানার ওসি মোঃ বোরহান উদ্দীনের হস্তক্ষেপ কামনা করেছে।

No comments