বান্দরবানে বার্মিজ মার্কেটের ২২টি দোকান আগুনে পুড়ে ছাই
তপন চক্রবর্তী, বান্দরবান জেলা প্রতিনিধি:
বান্দরবানে পৌরশহরস্থ বার্মিজ মার্কেটে আগুনে পুড়ে গেছে ২২টি দোকান। শুক্রবার (২১আগষ্ট) বিকাল ৪ ঘটিকার দিকে জেলার মধ্যমপাড়ার মারমা বাজার এলাকায় এ ঘটনা ঘটে । আগুন নিয়ন্ত্রণ আনতে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট কাজ করে। আগুন নেভাতে সময় লাগে দুই ঘন্টা।
বার্মিজ মার্কেটের ব্যবসায়ীরা জানান, বার্মিজ মার্কেটের বার্মিজ বিগ শপ একটি দোকানের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন ছড়িয়ে পড়ে চারপাশে। স্থানীয় ব্যবসায়ীদের পাশাপাশি এলাকাবাসী এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেও নিয়ন্ত্রণ আনতে পারেনি। পরে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, পুলিশ, বান্দরবান রেড ক্রিসেন্টের সদস্যরা দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ব্যবসায়ি জসিম বলেন, এই মার্কেটে ২২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এর মধ্যে টিনশেডের দোকান সবগুলো। আগুনের কারণে দোকান থেকে কোন কিছু বাহির করতে পারেনি।
আরেক দোকানি আমা রাখাইন বলেন, দোকানে কসমেটিকস, পাহাড়ি ও বাঙালির বিভিন্ন কাপড় বিক্রি করতাম । কিন্তু আগুনে সব পুড়ে গেল সর্বশান্ত হয়ে গেলাম। একটা জিনিসও বাহির করতে পারেনি। এদিকে খবর পেয়ে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ (চেয়ারম্যান) ক্যশৈহ্লা, পৌর মেয়র মোঃ ইসলাম বেবী ঘটনাস্থল পরিদর্শন করেন।
এতে আনুমানিক ক্ষতির পরিমাণ তিন কোটি টাকা হতে পারে, ধারণা করা হচ্ছে।

No comments