Recent comments

ব্রেকিং নিউজ

বান্দরবানে সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে নিহত ৬ জন , আহত ৩ জন




তপন চক্রবর্তী,বান্দরবান জেলা প্রতিনিধি:


বান্দরবান সদর উপজেলার রাজবিলা ইউনিয়ন বাঘমারা বাজার এলাকায় সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে ৬ জন নিহত ৩ জন গুলিবিদ্ধ হয়েছে।

 মঙ্গলবার (৭ জুলাই)সকাল ৭ ঘটিকায় দিকে জেলা সদর রাজবিলা বাঘমারা বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- প্রজিত চাকমা (৬৫) ডেবিট মারমা,( ৫০)জয় ত্রিপুরা(৪০) দিপেন ত্রিপুরা(৪২) মিলন চাকমা( ৬০)রতন তঞ্চগ্যা (৬০) এরা সবাই জেএসএস (সংস্কার) বলে জানা গেছে।

এছাড়া আহত হয়েছেন, নিহারু চাকমা(৪২)  বিদ্যুৎ চাকমা( ৩৩) হ্লাওয়া চিং মারমা(২৫) বলে জানা যায়।

স্থানীয় সূত্রে জানাযায়, মঙ্গলবার সকাল ৭ঘটিকায় দিকে জেএসএস - এর মূল ও সংস্কার দুই গ্রুপের মধ্যে গুলি বিনিময় হয়। এ ঘটনায় জেএসএস - এর সংস্কার ছয় জন নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছে আরো তিন জন ।

এদিকে ঘটনার পর জেলা সদর বান্দরবান থেকে সেনাবাহিনী ও পুলিশের একটি দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তারা নিহত ও আহতদের জেলা সদর বান্দরবান হাসপাতালে নিয়ে আসছেন। ঘটনার পর পুরো এলাকা ঘিরে রেখেছে যৌথ বাহিনীর সদস্যরা। এ ঘটনার পর এলাকায়  আতংক বিরাজ করছে।

বান্দরবান সদর থানার উপ-পুলিশ পরিদর্শক প্রনব কান্তি দাস ঘটনার সত্যতা  নিশ্চিত করেছেন।

No comments