বান্দরবানে চুরি মামলার আসামী আটক
তপন চক্রবর্তী
বান্দরবান জেলা প্রতিনিধি:
বান্দরবানের কালাঘাটায় এক চুরি মামলার পলাতক আসামী ধরতে গিয়ে বিপাকে পড়ে ফায়ার সার্ভিসকে খবর দেয় পুলিশ।
আসামীর মো: ফয়সাল হোসেন ওরফে টুটুল (৩০) লিয়াকত আলীর ছেলে, কালাঘাটার একটি ভাড়া বাসায় থাকতো।
বুধবার (১জুলাই) বিকালে ৫ ঘটিকায় ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, কালাঘাটা বাজারের একটি ভাড়া বাসায় ২০১৬ সালের জি,আর ৯৩ /১৬ চুরির মামলার আসামি মো: ফয়সাল আত্মগোপন করে আছে এমন গোপন সংবাদ পেয়ে বান্দরবান সদর থানার উপ পরিদর্শক মোঃ জিয়াউর রহমান এর নেতৃত্বে সহকারি পুলিশ পরিদর্শক মোঃশাহারিয়াদ, রফিকুল ইসলামসহ একদল পুলিশ সেখানে যায়।
এসময় আসামি মোঃ ফয়সাল হোসেন (টুটুল) পুলিশের উপস্থিতির খবর পেয়ে বাসার মধ্যে থাকা গ্যাস সিলিন্ডারে আগুন ধরিয়ে দেয়।
এতে পুলিশ বিপাকে পড়ে গিয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। তবে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছার আগেই পুলিশ আগুন নিভিয়ে আসামিকে গ্রেফতার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান সদর থানার উপ-পুলিশ পরিদর্শক মোঃজিয়াউর রহমান বলেন, আসামিকে ধরতে গেলে সে গ্যাস সিলিন্ডারে আগুন ধরিয়ে দেয়।
বড় ধরণের অগ্নিকান্ডের আশংকায় ফায়ার সার্ভিসকে খবর দেই। কিন্তু ফায়ার সার্ভিস পৌঁছার আগেই আগুন নিয়ন্ত্রণে এনে আসামিকে গ্রেফতার করে নিয়ে আসি।
এ বিষয়ে বান্দরবান ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক
মোঃ কামাল উদ্দিন ভূইয়া বলেন, আসামিকে ধরতে ফায়ার সার্ভিসকে খবর দেয়ার ঘটনা আমি কখনো শুনিনাই। আজই প্রথম শুনলাম।

No comments