হাটহাজারী সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম স্থাপনের জন্য লক্ষ টাকা প্রদান-ওসমান কবীর রাসেল
মো.সুমন চট্টগ্রাম হাটহাজারী প্রতিনিধি:
বর্তমান বিশ্বে আতঙ্কের আরেক নাম করোনা। মহামারী এই করোনা ভাইরাস ছড়িয়ে পরেছে বিশ্বের সবকটি দেশে ফলে সারবিশ্বে আক্রান্ত সংখ্যা ছাড়িয়েছে প্রায় ৯৮ লাখ এরও বেশি। শুধু তাই নয় সারাবিশ্বে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা প্রায় ৪.৯১ লাখের ও বেশি মানুষ।
সারা বিশ্বেরনেয়ায় বাংলাদেশেও মহামারী এই করোনা ভাইরাসে আক্রান্ত সংখ্যা লাখ ছাড়িয়ে।
বাংলাদেশে দ্রুত এই ভারাস ছড়িয়ে পরাতে দেশের বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে করোনা আক্রান্ত ব্যক্তির শ্বাস কষ্টের রোধ করার জন্য বর্তমান অক্সিজেন যুক্ত একটি বেড বা আই সি ইউ বেড পাওয়া যেন বড় একটা ভাগ্যের ব্যাপার।
যার ফলে করোনা আক্রান্ত ব্যক্তির শ্বাস কষ্ট বেড়ে মৃত্যু হচ্ছে কখনো হাসপাতালের নরমাল সিটে কেউ বা এদিক ওদিক ছোটাছুটি করে হাসপাতালের অক্সিজেন যুক্ত বেডের জন্য রাস্তায় মৃত্যু বরণ করছে আবার কেউ ঘরে।
যার কারণে দেশেও করোনা আক্রান্ত মৃত্যুর সংখ্যা দিন দিন বেড়ে চলছে। এসব সমস্যা এবং করোনা প্রতিরোধ করণে ও জনসচেতনতা মূলক কর্মসূচীর ধারাবাহিকতায় করোনা আক্রান্ত রোগীদের পাশে এসে দাড়িয়েছেন আওমীলীগ নেতা ওসমান কবীর রাসেল।
শনিবার (২৭ জুন) সকাল ১১:০০ টায় জনসচেতনতামুলক কর্মসূচীর অংশে মহামারী এই ক্রান্তিলগ্নে চট্টগ্রাম হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম স্থাপনের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)’র ব্যক্তিগত তাহবিলে ১ লক্ষ টাকা অনুদান প্রদান করেন হাটহাজারী পৌরসভা আওমীলীগের নেতা মো.ওসমান কবীর রাসেল।

No comments