বান্দরবান নাইক্ষ্যংছড়িতে বিজিবির সাথে গুলিবিনিময়ে ১ রোহিঙ্গা মাদক পাচারকারী নিহত
 তপন চক্রবর্তী
বান্দরবান জেলা প্রতিনিধি :
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বিজিবির সাথে ১ রোহিঙ্গা মাদক পাচারকারী নিহত হয়েছে। 
এ সময় ৮০ হাজার পিস ইয়াবা, একটি একনলা বন্দুক ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি। 
নিহত রোহিঙ্গা আব্দুর রহমান (২৫) কক্সবাজারের কুতুপালং শরণার্থী শিবিরের বাসিন্দা। 
সোমবার (১ জুন) ভোর সাড়ে পাঁচটার দিকে নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের বাইশফাঁড়ির চেয়ারম্যানের গোদা নামকস্থানে এ ঘটনা ঘটে।
 পুলিশ ও বিজিবি জানায়, সীমান্তে মাদক পাচার হচ্ছে এমন খবর পেয়ে নায়েক সুবেদার আবুল বাশারের নেতৃত্বে বিজিবির একটি টহল দল বাইশফাঁড়ি এলাকার চেয়ারম্যানের গোঁদার পাড়ে গেলে সেখানে মাদক পাচারকারীরা বিজিবিকে লক্ষ্য করে গুলি ছুড়ে। 
এসময় বিজিবিও পাল্টা গুলি করলে সেখানে আব্দুর রহমান (২৫) নামের এক রোহিঙ্গা মাদক পাঁচারকারী নিহত হয়। বিজেপি ঘটনাস্থল থেকে ৮০ হাজার পিস ইয়াবাসহ একটি একনলা বন্দুক ও দুই রাউন্ড গুলি উদ্ধার করে। 
ঘটনার পর পুলিশ লাশ উদ্ধার করেছে।
এব্যাপারে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আনোয়ার হোসেন বলেন, বিজিবি’র সাথে বন্দুক যুদ্ধে একজন রোহিঙ্গা ডাকাত নিহত হওয়ার ঘটনার কথা শুনেছি। তবে এখনো লাশ উদ্ধার করা যায়নি।

No comments