রাউজানে করোনা উপসর্গ নিয়ে মৃতব্যাক্তির লাশ দাফন করল গাউসিয়া কমিটির সেচ্ছাসেবক টীম
লোকমান আনছারী রাউজান প্রতিনিধিঃ
চট্টগ্রামের রাউজান উপজেলায় ২৯ মে রোজ শুক্রবার করোনা উপসর্গ নিয়ে মৃতব্যাক্তির লাশ দাফন করল গাউসিয়া কমিটি বাংলাদেশ।
রাউজান পৌরসভা ৮ নং ওয়ার্ডের আনচার আলী গোমস্তার বাড়ি নিবাসী ৫১ বছর বয়সী মোহাম্মদ নাছের করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরনকারী এক ব্যাক্তির লাশের গোসল, কাফন ও দাফন করলেন রাউজান গাউসিয়া কমিটির স্বেচ্ছাসেবক টীম।
চট্টগ্রাম শহর মৃত্যু বরণ করলে নিয়ে আসা হয় রাউজানের গ্রামের বাড়িতে। সকালে একটি লাশবাহী এম্বুলেন্স পশ্চিম রাউজান ফকির মোহাম্মদ চৌধুরী জামে মসজিদ সংলগ্ন স্কুল মাঠে আসলে এলাকা ছেড়ে পালাতে থাকে এলাকার লোকজন।
অভিযোগ উঠেছে মৃত ব্যাক্তির স্বজনরাও লাশ রেখে পালিয়ে যায়। এই অবস্থায় খবর পেয়ে লাশ দাফনের দায়িত্ব নেয় গাউছিয়া কমিটি বাংলাদেশ উত্তর রাউজান শাখা।
উত্তর জেলা গাউসিয়া কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব আহসান হাবিব চৌধুরী হাসানের নেতৃত্বে গাউসিয়া কমিটির একটি স্বেচ্ছাসেবক টীম লাশ দাফনের প্রস্তুতি নিয়ে এগিয়ে আসে।
তারা সুরক্ষা ড্রেস পিপি, জীবাণু নাশক উপকরণ ব্যবহার করে করোনা উপসর্গ নিয়ে মৃত্যু বরণকারী লাশের গোসল, কাফন ও দাফন সম্পন্ন করে।লাশ দাফন কাজের সহযোগিতায় ছিলেন।
রাউজান ফকির হাট শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ রাসেদ,ফকির হাট শাখার সমাজ কল্যাণ সম্পাদক মুহাম্মদ এসকান্দর, প্রচার সসম্পাদক মুহাম্মদ শামসুল আলম,গাউসিয়া কমিটি শিকদার ঘাটা ইউনিট শাখার সহ সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আবদুল জব্বার,উপজেলা গাউসিয়া কমিটির স দপ্তর সম্পাদক এরফান উদ্দিন চৌধুরী মারুফ,সুলতান পুর ইউনিয়ন উত্তর শাখার প্রচার সম্পাদক মুহাম্মদ এরশাদ,ফকির মোহাম্মদ চৌধুরী বাড়ি জামে মসজিদ মাঠে আলহাজ্ব আহসান হাবিব চৌধুরী হাসানের ইমামতিতে জানাযার নামাজ সম্পন্ন হয়।

No comments